এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে


মার্ খেলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।অভিযোগ হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সোমবার সকাল থেকেই অনুগামীদের সঙ্গে বুথে বুথে ঘুরছিলেন। সব ঠিক থাকে চললেও ছন্দপতন হয় বালিটিকুরিতে। মুক্তারাম হাইস্কুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাঁকে ধাক্কাধাক্কি, মারধরের অভিযোগ ওঠে। এই নিয়ে সরব হয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। ফলে উত্তেজনা বাড়ে। আর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জওয়ানরা।

জানা যাচ্ছে হাওড়া লোকসভা কেন্দ্রের বালিটিকুরির মুক্তারাম হাইস্কুলে হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বুথে ঢুকতে গেলে তাঁর পরিচয় পাত্র দেখতে চান কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তা না দেখানোয় তাঁকে বুথ থেকে বের করে দাওয়া হয়। আর এর পর ঘটনার পর বুথে ঢোকার মুখে আটকে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী অনৈতিক ভাবে দলীয় প্রার্থীর গায়ে হাত তুলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওই সময় প্রসূন বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা যায়, ‘‘সাংসদের গায়ে হাত দিয়েছে। কমিশনকে খবর দে।’’ এখানেই শেষ নোই এরপর তৃণমূল কর্মীরা পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্লোগান তুলতে থাকে। ‘কেন্দ্রীয় বাহিনী হায় হায়, সিআরপিএফ গো ব্যাক’ স্লোগান তুল্লে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। বুথের গেটে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত সাংসদকে ঠেলে বাইরে বের করে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর এরপরেই পরিস্থিতি আরো উতপ্ত হলে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রিয়বাহিনী।


তৃণমূলের দাবি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের দলীয় প্রার্থীকে ঠেলে জোর করে বুথের বাইরে বার করে দিয়েছে ও লাঠি করে মেরেছে। কেন্দ্রীয় বাহিনীর বক্তব্য, ওই ব্যক্তি (প্রসূন বন্দ্যোপাধ্যায়) পরিচয়পত্র না দেখিয়েই বুথে ঢুকেছিলেন। তাই তাঁকে বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। কাউকে মারধর করা হয়নি।এদিকে এই ঘটনার কথা জেনে নির্বাচন কমিশন ঘটনার রিপোর্ট তলব করেছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!