শ্রীরামপুরে জমিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর, পাল্টা জনসংযোগে বাজিমাতের চেষ্টায় বাম প্রার্থী কলকাতা রাজ্য হাওড়া-হুগলি March 21, 2019 প্রথমে তৃণমূল আর তারপর বামেরা একের পর এক রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়ে উঠেছে জোর প্রচার। আর এবার বুধবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্নানপিড়ি মাঠে একটি কর্মী বৈঠক এবং পরে রিষড়া থেকে বসন্ত উৎসবে উপস্থিত থেকে জোর প্রচার করতে শুরু করলেন। সূত্রের খবর, এদিন স্নানপিড়ি মাঠে উপস্থিত থেকে সাধারণ মানুষের কাছে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকেই ভোট দেওয়ার আহ্বান জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সমাবেশে কল্যান বাবু ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীর ঘোষাল, সুদীপ্ত রায়, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায়, কল্যান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট দিলীপ যাদব সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “গত লোকসভা নির্বাচনে বিধানসভায় আমাকে ব্যথিত করলেও আমি এই শহরের জন্য বিগত পাঁচ বছরের সাংসদ থাকাকালীন বহু কাজ করেছি। তাই আশা করব এবারে আপনারা আমাকে এখান থেকে লিড দেবেন।” অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও এদিন প্রবল তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নির্বাচনের আগে সার্জিক্যাল স্ট্রাইক করে মোদীজি ভেবেছিলেন তিনি আবার ক্ষমতায় ফিরে আসবেন। কিন্তু মানুষ ওনার ভাওতাবাজি ধরে নিয়েছে।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে নির্বাচনের আগে নাটক করে নীরব মোদিকে গ্রেপ্তার করে সাধারণ মানুষকে বিজেপি বোকা বানাতে চাইছে বলেও অভিযোগ করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এদিকে কল্যাণবাবু যখন জনসংযোগের মধ্যে দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে ফের নির্বাচিত হওয়ার জন্য জোর প্রচার চালাচ্ছেন, ঠিক তখনই সেখানে পিছিয়ে নেই বামেরাও। সূত্রের খবর, এদিন বেন্টিঙ্ক বাজার, কুমিরজোলা রোড এবং রামমোহন সরণি এলাকায় হেঁটে হেঁটে ও মানুষের বাড়ি গিয়ে চায়ের দোকানে বসে সাধারনের সাথে জনসংযোগ করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী তীর্থংকর রায়। আর সেখানেই সাধারণ মানুষের কাছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির কথা তুলে ধরেন তিনি। কিন্তু জয়ের ব্যাপারে তিনি কতটা আশাবাদী? এদিন এই প্রসঙ্গে এখানকার বাম প্রার্থী তীর্থংকর রায় বলেন, “আমরা মানুষের কাছে পৌঁছে গিয়ে তৃণমূল ও বিজেপির জনবিরোধী নীতির কথা তুলে ধরছি। আশা করি মানুষ এবারের নির্বাচনে আমাদেরকেই সমর্থন করবেন।” সব মিলিয়ে এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একে অপরকে জোর টেক্কা দিতে ব্যাস্ত শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বামেরা। আপনার মতামত জানান -