এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলকে আরও বেকায়দায় ফেলতে পার্থী তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত গেরুয়া শিবিরের

তৃণমূলকে আরও বেকায়দায় ফেলতে পার্থী তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত গেরুয়া শিবিরের

আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম বিরোধী দল বিজেপির মধ্যেই যে মূল লড়াই হবে সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল। তবে এই নির্বাচনী লড়াইয়ে দুই দলের তরফে রাজ্যের মোট 42 টি লোকসভা কেন্দ্রে ঠিক কারা কারা প্রার্থী হবে এখন তার দিকেই নজর রয়েছে সকলের।

কিন্তু শাসকদল তৃনমূলের প্রার্থী তালিকা না দেখে বিরোধী দল বিজেপি আগেভাগেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা না করার মত নিয়ে কিছুটা সাবধানীভাবেই পা ফেলতে তৎপর। গেরুয়া শিবিরের একাংশের মতে, রাজ্য থেকে কেন্দ্রের নেতারা প্রায় প্রত্যেকেই এখন বাংলাকে পাখির চোখ করেছেন।

ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির চাণক্য তৃণমূলের প্রাক্তন হেভিওয়েট নেতা তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়কে “মা” বলে সম্বোধন করা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ, দিল্লিতে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েটরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাদের মধ্যে প্রায় প্রত্যেকেই এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করতে পারে বলে জানা গেছে। কিন্তু বিজেপির এই প্রার্থী তালিকা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরেই করা হবে বলে বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যেতে শুরু করেছে। কিন্তু কেন?

সূত্রের খবর, শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা 2014 সালে তৃনমূলের টিকিটে লড়া যে সমস্ত ব্যক্তিদের রাখবে না তাদেরকে যাতে বিজেপিতে আনা যায় এবার সেই দিকেই নজর রাখতে চাইছেন গেরুয়া শিবিরের নেতারা। এমনকি রাজ্যের বেশ কিছু কেন্দ্রে তৃণমূলের টিকিট পাওয়ার জন্য যে সমস্ত নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে,

তৃনমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর যদি সেই সমস্ত নেতারা সেখানে স্থান না পান তাহলে তাদের মান ভাঙাতে গেরুয়া শিবির সেই সমস্ত শাসকদলের বিক্ষুব্ধ নেতাদের নিজেদের দিকে টেনে আনতে পারে। আর তাই তো সময় নিয়ে বুঝেশুনেই তৃণমূলের প্রার্থী তালিকা দেখেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য এখন থেকে সাবধানী হয়ে সুকৌশলী ভাবেই পা ফেলতে চাইছেন বঙ্গ বিজেপি সদর দপ্তর মুরলীধর লেনের নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!