এখন পড়ছেন
হোম > রাজ্য > ছাপ্পা ভোটে জিততে চান না বলে নাম তুলে নিলেন তৃণমূল প্রার্থী, চরম অস্বস্তিতে শাসকদল

ছাপ্পা ভোটে জিততে চান না বলে নাম তুলে নিলেন তৃণমূল প্রার্থী, চরম অস্বস্তিতে শাসকদল

শাসক দলের ছাপ্পা ভোটের অভিনব কায়েদায় প্রতিবাদ জানালেন স্বয়ং তৃণমূল কংগ্রেস প্রার্থী। এমনকি অনৈতিক উপায়ে নির্বাচনে জয়লাভ করার থেকে প্রতিদ্বন্দ্বীতা না করাই শ্রেয় জানিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করলেন তিনি। আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকের বিবেকানন্দ ২ গ্রাম পঞ্চায়েতের ১২/১৪৪ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিতা দেবনাথ ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য সোমবার আলিপুরদুয়ারের চেচাখাতার ঐ বুথ থেকে সকাল থেকে কোনো অশান্তির খবর পাওয়া না গেলেও অভিযোগ উঠেছে সন্ধ্যায়র পর একদল দুষ্কৃতী ওই বুথে ঢুকে ব্যালট বক্স ছিনতাই করে ছাপ্পা ভোট দিতে শুরু করে। ভোটকর্মীদেরও মারধর করা হয়। এদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন স্বয়ং তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিতা দেবনাথ। এদিন তাঁকে সমর্থন করেন ঐ বুথেরই নির্দল প্রার্থী শিখা দে। অনিতাদেবী বিডিওকে চিঠি লিখে তিনি প্রার্থীপদ প্রত্যাহার করার কথা বলেন। এবং ঐ চিঠির একটি প্রতিলিপি পেশ করেন নিকটবর্তী থানার আইসি-র হাতেও। তিনি নিজেই পুনর্নিবাচনের আবেদন জানান এই বুথে। নির্দল প্রার্থী শিখা দে-ও অনিতদেবীর মতো ভোট লড়াই থেকে সরে দাঁড়ান। এদিন অনিতাদেবী তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “আমি এভাবে জিততে চাইনি। আমি চেয়েছিলাম মানুষ আমাকে জয়লাভ করাবে। কিন্তু তা যখন হল না, আমি সরে দাঁড়ালাম। আমি জিততে চাইনা ছাপ্পা ভোটে। আমার বুথে যা হল তা আমি মেনে নিতে পারছি না। সেই কারণে আমি নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ামোর সিদ্ধান্ত নিচ্ছি। নির্দল প্রার্থী শিখা দেও একই কথা বলেন। বাইরের গুন্ডারা এসে ভোট নিয়ন্ত্রণ করবে, তা মানতে পারছি না। এই ঘটনা মেনে নিতে পারছি না। সামান্য ভোটের কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হোক তা আমরা চাই না। তাই আমি সরে দাঁড়ালাম”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!