এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃনমূলকে আটকাতে এবার বড়সড় সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে এই দল ! চমকে গেল রাজনৈতিক মহল

তৃনমূলকে আটকাতে এবার বড়সড় সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে এই দল ! চমকে গেল রাজনৈতিক মহল

 

একসময় ফুলবাগান থানার ব্যারাকে ধর্ষণের ঘটনায় রাস্তায় নেমে সকলের নজর কাড়তে দেখা গিয়েছিল সিপিএমের নেত্রী শ্যামলী গুপ্তকে। আর এই প্রতিবাদের ফসল স্বরূপই পরবর্তীতে সেই শ্যামলীদেবী গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভানেত্রী হয়েছিলেন। আর এবার মহিলাদের সুরক্ষার জন্য রাস্তায় যদি মহিলারা বিপদে পড়ে, তাদের বাঁচানোর জন্য আলাদা দল গঠন করল শ্যামলী গুপ্ত।

সূত্রের খবর, “ডেকো বাহিনী’ নামে তৈরি করা এই দল এখন রাস্তায় বিপদে পড়া সকলকে বাচানোর প্রক্রিয়া শুরু করবে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অতীতে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের অধিকার নিয়ে সরব হয়ে বিভিন্ন জায়গায় সোচ্চার হতেন। আর এবার বামেরা বিরোধীদলে থাকায় রাজ্যের নারীদের সুরক্ষিত রাখতে সিপিএমের হেভিওয়েট নেত্রীর এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিন এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, “রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ানো রাজনীতিকদের কাজ। তবে সময় পরিস্থিতি বদলে গেছে। তাই দ্রুত পরিস্থিতি দেখবার জন্য আলাদা টিম করলে সুবিধা হবে।” কিন্তু সিপিএমের হেভিওয়েট নেত্রী শ্যামলী গুপ্ত এই কাজ করলেও কেন এই এর আগে সিপিএমের কোনো যুব সংগঠনকে রাস্তায় নামতে দেখা যায়নি, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু একটি জায়গাতেই নয়, রাজ্যের প্রতিটি জেলাতেই এমন “ডেকো বাহিনী” তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানান সিপিএম। জানা গেছে, বর্তমানে কলকাতায় 8-10 জন মহিলাকে নিয়ে এই ডেকো বাহিনী তৈরি করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অতীতে বিজেপির পক্ষ থেকে দুর্গাবাহিনী তৈরি করা হলেও এবং তৃণমূলের পক্ষ থেকে “বঙ্গজননী” তৈরি করা হলেও সিপিএমের মহিলা ব্রিগেড কি এবার তাদের টেক্কা দিতে “ডেকো বাহিনী” তৈরি করছে!

একাংশের মতে, সিপিএমের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, বাংলায় মহিলারা সুরক্ষিত নয়। আর তাই এবার মহিলাদের সুরক্ষিত করতে এবং এই বিষয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই সিপিএমের হেভিওয়েট নেত্রীর এই উদ্যোগ বলে মত বিশ্লেষকদের। কিন্তু শ্যামলীদেবী এই উদ্যোগ নিলেও আদতে তা কতটা ফলপ্রসু হয়, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!