এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই একগুচ্ছ বড়সড় অভিযোগ হেভিওয়েট নেতার বিরুদ্ধে, জেনে নিন !

তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই একগুচ্ছ বড়সড় অভিযোগ হেভিওয়েট নেতার বিরুদ্ধে, জেনে নিন !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে দলবদলের পালা শুরু হয়েছে। সেখানে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ্য রতন ঘোষ তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা যায়। এই নিয়ে বুধবার জেলাশাসককে চিঠিও দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে বুধবার বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভাতেও তাঁকে থাকতে দেখা যায়নি।

অন্যদিকে, দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে জেলাশাসককে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও তিনি চিঠি দেন বলে জানা যায়। অন্যদিকে এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেখানে এই জল্পনাকে আরো বাড়িয়ে বৃহস্পতিবার বনগাতে রতন বাবুর অনুগামীরা পোস্টার লাগায়। তাঁর ছবি দিয়ে সেখানে লিখে দেওয়া হয়, “আমরা দাদার অনুগামী। দাদা তোমার পথই আমাদের পথ।”

অন্যদিকে দলত্যাগী রতনবাবু বিজেপিতে যোগদান করবেন বলেই ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে। সেখানে মুকুল রায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক বলেও জানান বিশেষজ্ঞরা। তাই বিজেপিতে গেলে সেখানে মুকুল রায়ের প্রভাব থাকতে পারে বলেও মন্তব্য করেছিলেন অনেকে।

আপনার মতামত জানান -

তবে সম্প্রতি তিনি জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতেই যোগদান করেছেন। আর সেখানে দলীয় সূত্রে জানা গেছে, বিজেপিতে যোগদান করার আগে রতনবাবু নাকি মুকুল রায়ের সঙ্গেই আলোচনা করেছিলেন। অন্যদিকে, শুক্রবার দুপুরে কলকাতায় বিজেপির রাজ্য সদর দফতরে রতন ঘোষের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও দলের নেতা মুকুল রায়, সায়ন্তন বসু।

এদিন বিজেপিতে যোগদান করে রতনবাবু জানান, ‘‘দলে আমাকে সম্মানের সঙ্গে কাজ করতে দেওয়া হচ্ছিল না। তাই রাজ্যে পরিবর্তনের পরিবর্তন আনতে বিজেপিতে গেলাম। বনগাঁকে রাজনৈতিক জঞ্জাল মুক্ত করবই।’’ তবে চমক এখনও বাকি ছিল। জানা গেছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কিছুক্ষণের মধ্যেই একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে রতন ঘোষের বিরুদ্ধে।

বনগাঁর এসডিপিও অশেষবিক্রম দস্তিদার জানিয়েছেন, ‘‘বনগাঁ ও গোপালনগর থানায় রতন ঘোষের বিরুদ্ধে ৪টি আর্থিক প্রতারণার অভিযোগ জমা পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।’’ যদিও এই বিষয়ে রতন জানান, ‘‘এত দিন অভিযোগ উঠল না। একদিনের মধ্যে আমার বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে। মানুষ এর জবাব দেবেন।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও জানা গেছে রতন বাবুর পুলিশি নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে। রতনবাবুর ঘটনায় জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘রতনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আসছিল। তাঁকে আগেই বলে দেওয়া হয়েছিল, পিছনের সারিতে থাকতে। আমরা সামনের সারিতে স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের রাখতে চাই।’’

যদিও এবিষয়ে রতনবাবু বলেন, ‘‘এক সঙ্গে বাইশ বছর দল করলাম। বারো বছর একই জেলা কমিটিতে কাজ করার পরে আমি যখন দল ছাড়লাম, তখন দুর্নীতির কথা মনে পড়ল? ওঁর তো অনেক অভিযোগ আছে।’’ তবে এরইমধ্যে দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে।

এদিন তিনি বলেন, ‘‘রতনবাবু একজন কর্মঠ সৎ রাজনৈতিক নেতা। তিনি তৃণমূলে সম্মান নিয়ে কাজ করতে পারছিলেন না। ওঁকে পেয়ে আমাদের দল জেলায় আরও শক্তিশালী হল।’’ যদিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছিল বলেই মনে করছেন বিরোধীরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!