এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কয়েকশো পরিবারের। জল্পনা তুঙ্গে

উত্তরবঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কয়েকশো পরিবারের। জল্পনা তুঙ্গে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারবার সামনে আসতে দেখা গেছে। সেখানে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ পায়। সেইসঙ্গে তাদের কথায় উঠে আসে দলের কর্মসূচিতে প্রশান্ত কিশোরের নামে অভিযোগ। অনেকের কাছেই প্রশান্ত কিশোরের কার্যকলাপ তৃণমূলের অন্দরে কর্মীদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে বলেই জানানো হয়।

ফলত দলের বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে নির্বাচনী প্রচারে গাছাড়া ভাব দেখাতে দেখা যায় একাধিক নেতা মন্ত্রীকে। সেখানে যেমন কিছুদিন আগেই উঠে আসে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর কথা। কিছুদিন আগে দলের প্রতি অনাস্থা প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে তাঁর পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসময় তিনি জানিয়েছিলেন, কোনো সংস্থাকে দিয়ে সংগঠন চালাতে গেলে, সেই সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ১০০%। আর এখানে সংস্থা বলতে যে তিনি পিকের সম্পর্কে বলতে চেয়েছেন সেটা আলাদা করে বলে দিতে হয় না। সেইসঙ্গে সেইসময় বিধায়কের বাড়িতে যেতে দেখা গিয়েছিল বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে। আর যা নিয়ে বিধায়কের বিজেপি যোগের সম্ভাবনাও তীব্র হয়ে ওঠে।

যদিও তাদের সাক্ষাৎকারকে সৌজন্যতার খাতিরেই হওয়ার কথা বলা হয়, তবুও তা মানতে নারাজ ছিলেন বিরোধীরা। অন্যদিকে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের কোন্দল চরমে পৌঁচেছে বলেই মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেখানে বিরোধীদের তরফেও তৃণমূলের বিক্ষুব্ধ নেতা মন্ত্রীদের দলে আহবান জানাতে দেখা গিয়েছিল।

তবে এরই মধ্যে কোচবিহার সাংগঠনিক জেলার কোচবিহার উত্তর ও দিনহাটা বিধানসভা কেন্দ্রের ২৩ নং মন্ডলের ঘটনা নিয়ে জল্পনা শুরু হয়েছে শাসকদলের অন্দরে। জানা গেছে বিধানসভা নির্বাচনের আগে ওই অঞ্চলের কয়েকশো পরিবার তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। যা নিয়ে ভোটের আগে দুই যুযুধান বিরোধী দলের মধ্যে আবারও সমস্যা তৈরি হওয়ার নতুন করে জল্পনার ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!