এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায় খুনিদের মদতদাতা! প্রাক্তন সাংসদের বিস্ফোরক মন্তব্যে ঝড়!

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায় খুনিদের মদতদাতা! প্রাক্তন সাংসদের বিস্ফোরক মন্তব্যে ঝড়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যেই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেদিক থেকে সিপিএম এবং কংগ্রেস অনেকটাই পিছনের সারিতে। প্রায় প্রতিনিয়ত তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বৈরথ নতুন নতুন ইস্যু এসে উপস্থিত হয়েছে। আর এরই মাঝে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়কে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল এবং বিজেপি – দুই দলকেই কোণঠাসা করার চেষ্টা করলেন সিপিএমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে বীরভূমের বাদকুল্লার দোসতিনা গ্রামে একটি স্মরণ সভায় যোগ দেন সিপিএমের এই প্রাক্তন সাংসদ। যেখানে মুকুল রায়কে খুনিদের মদতদাতা বলে অভিযোগ করেন তিনি। এদিন রামচন্দ্র ডোম বলেন, “আজ যারা তৃণমূলে, কাল তারাই বিজেপিতে। লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম এক বছর আগে ছিলেন তৃণমূলের নেতা। তিনি খুনের অভিযোগে অভিযুক্ত। তার থেকে পরিত্রান পাওয়ার জন্য তৃণমূলের নেতারা তার নাম চার্জশিট থেকে খারিজ করেছিল। কিন্তু আইনি লড়াইয়ে আদালতের নির্দেশে সেখানে আবার তদন্ত হয়েছে। তার ভাই গ্রেফতার হয়েছেন।” আর এরপরই মুকুল রায়কে খুনিদের মদতদাতা বলে দাবি করেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 7 সেপ্টেম্বর সিপিএমের দলীয় সদস্য বাবুলাল বিশ্বাস দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন। এদিন তাঁর স্মৃতির উদ্দেশ্যে দোসতিনা গ্রামে একটি স্তম্ভের উন্মোচন করা হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। এদিন রামচন্দ্রবাবু বলেন, “মানুষের প্রতি আস্থা রাখলে খুব খারাপের রাজনীতি করতে হয় না‌। তথাকথিত উন্নয়ন বাহিনী দিয়ে নির্বাচনকে প্রহসন পরিণত করতে হয় না। প্রশান্ত কিশোর তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্য টাকার বস্তা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। লাল ঝাণ্ডার মানুষদের দরজায় দরজায় ঘুরছেন।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সিপিএম অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। সেভাবে লড়াই আন্দোলন করতে দেখা যাচ্ছে না তাদের‌। শুধু তাই নয়, রাজনৈতিক অস্তিত্ব অনেকটাই বিপন্ন‌। সেদিক থেকে সামনের বিধানসভা নির্বাচনের আগে যদি তাদের লড়াই করতে হয়, তাহলে তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধে তাদেরকে ব্যাপক লড়াই দিতে হবে। আর তাই সেই বিষয়টিকে মাথায় রেখেই এখন তৃণমূল থেকে যে সমস্ত নেতাকর্মী বিজেপিতে যাচ্ছেন, তাদের সকলকে দোষারোপ করে মুকুল রায়কে “খুনের মদতদাতা” বলে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএমের রামচন্দ্র ডোম। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!