এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল ছাড়লেন মেদিনীপুরের এক হেভিওয়েট নেতা, স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত

তৃণমূল ছাড়লেন মেদিনীপুরের এক হেভিওয়েট নেতা, স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একের পর এক হেভিওয়েট ছাড়তে শুরু করেছেন তৃণমূল দল। তৃণমূল দলে যেন চলছে ভাঙ্গনের পালা। এই পরিস্থিতিতে তৃণমূল দল ত্যাগ করলেন মেদিনীপুর শহরের হেভিওয়েট তৃণমূল নেতা প্রণব বসু। তৃণমূল নেতা প্রণব বসু মেদিনীপুর পুরসভার দুবারের চেয়ারম্যান। গত মাসে তাঁকে মেদিনীপুর পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীর মেদিনীপুরের সভায় তিনি যোগদান করতে চলেছেন বিজেপিতে। দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, দলে গুরুত্ব পাচ্ছেন না তিনি, তৃণমূলে বয়স্কদের কোন সম্মান দেয়া হয় না।

প্রসঙ্গত মেদিনীপুর পুরসভার দুবারের চেয়ারম্যান হলেন প্রণব বসু। শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত মাসে তাঁকে মেদিনীপুর পুরসভার পুর প্রশাসক পদ থেকে অপসারিত করা হয়েছিল। তুলে নেওয়া হয়েছিল তাঁর নিরাপত্তা। এরপর গতকাল তিনি তৃণমূল দল ছেড়ে দিলেন। দল ছাড়ার পরই তিনি জানালেন যে, আজ মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতে বিজেপিতে যোগদান করবেন তিনি।

গতকাল তৃণমূল দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার পর দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেতা প্রণব বসু। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আজ তিনি যোগ দেবেন বিজেপিতে। তিনি অভিযোগ করেছেন যে, তৃণমূল দলটি এখন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল হয়ে গেছে। তিনি অভিযোগ করেছেন যে, তৃণমূল দলে বয়স্কদের কোন সম্মান দেওয়া হয় না।

এভাবে মেদিনীপুর পুরসভার দুবারের চেয়ারম্যানের দল ছেড়ে দেওয়া দলের কাছে একটা বড় ধাক্কা বলেই রাজনৈতিক বিশ্লেষকদের দাবি। তবে, বিষয়টিকে তেমন গুরুত্ব দিলো না স্থানীয় তৃণমূল শিবির। এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানালেন, ” কে গেল, কে এল তা যায় আসে না। কর্মীরা যাবে না তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বোঝা গেছে। বিজেপির সভায় কত লোক আসছে দেখুন। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ২০১৪ সালে পুরভোটে পূর্ব মেদিনীপুর শহরের মোট ২৫ টি ওয়ার্ডের মধ্যে ১৩ টি ওয়ার্ড তৃণমূল জয়লাভ করেছিল, বামেরা ৯ টি ওয়ার্ডে জয়লাভ করেছিল, কংগ্রেস ৩ টি ওয়ার্ডে করেছিল। কিন্তু গত ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে বিচার করলে মেদিনীপুর পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ১৮ টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি, ৭ টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল।

এদিকে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সাধারণ সম্পাদক স্নেহাশিস ভৌমিক ছেড়ে দিলেন তৃণমূল দল। তিনিও শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিকে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কিষাণ-খেত মজুর সেলের জেলা সভাপতি দল ছেড়ে দিয়েছেন। সেই সঙ্গে দাঁতনের, নারায়ণগড় এর বেশ কিছু তৃণমূল নেতা ছেড়েছেন দল। কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি গতকাল তৃণমূল দল ছেড়ে দিয়েছেন। দলের প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

গতকাল ছিল সংখ্যালঘু অধিকার দিবস। এই দিবসের দিনে তৃণমূল ছেড়ে দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক কবিরুল ইসলাম। তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি হাজি শেখ নুরুল ইসলামকে ইস্তফাপত্র পাঠালেন। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কথা জানিয়েছেন তিনি। এভাবে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল দলে চলছে ভাঙ্গনের পালা। মুখে স্বীকার না করলেও, দলের শীর্ষ নেতৃত্ব যে যথেষ্ট উদ্বিগ্ন, সে বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা একমত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!