এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ব্যাপক গোষ্ঠী কোন্দল তৃণমূলে! বিক্ষোভে কর্মীরা!

ব্যাপক গোষ্ঠী কোন্দল তৃণমূলে! বিক্ষোভে কর্মীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই উত্তরবঙ্গে তৃণমূলের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এমনিতেই মোহন বসুর সাথে জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্বের দ্বন্দ্ব সামাল দিতে অতিষ্ঠ তৃণমূল নেতৃত্ব। আর সেই জলপাইগুড়িরই ময়নাগুড়ি ব্লকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল। যেখানে ব্লক সভাপতিকে সরানোর দাবিতে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের এক নেতার অনুগামীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন ময়নাগুড়ি 1 ব্লক সভাপতি মনোজ রায়কে না মানার দাবিতে তৃণমূলের অন্যতম নেতা ডালিম রায় এবং তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যেখানে “মনোজ রায়কে মানছি না মানব না” বলে স্লোগান তুলতে দেখা যায় তাদের। আর তৃণমূলের ব্লক সভাপতিকে না মানার দাবিতে তৃণমূলেরই এক নেতা এবং তার অনুগামীরা যেভাবে রাস্তায় নেমে বিক্ষোভ করলেন, এখন তা নিয়ে রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে জলপাইগুড়ি জেলায়। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়ি জেলায় এসেছিলেন পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস।

আর সেখানেই ময়নাগুড়ি ব্লকের সভাপতি হিসেবে মনোজ রায়ের নাম ঘোষণা করার সাথে সাথেই তৃণমূল নেতা ডালিম রায়ের অনুগামীরা তীব্র আপত্তি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর এদিন তারা প্রকাশ্যে রাস্তায় নেমে মনোজ রায়ের বিরুদ্ধে যেভাবে সরব হলেন, তাতে তৃণমূলের অস্বস্তি ক্রমশ বাড়ছে। এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা ডালিম রায়ের অনুগামী প্রবীর সরকার বলেন, “টাকা দিয়ে ব্লক সভাপতির পদ দেওয়া হয়েছে। আমরা 7 তারিখ পর্যন্ত জানতাম ডালিম রায় সভাপতি হচ্ছেন। কিন্তু 8 তারিখ এমন কি হল যে, ডালিমবাবু ব্লক সভাপতি হলেন না। যার জন্য গত নির্বাচনে ময়নাগুড়ি ব্লকের ভরাডুবি হয়েছে, সেই মনোজ রায়কে কেন ব্লক সভাপতি করল, তার জবাব চাই। আমরা তৃণমূলে থাকব, কিন্তু ওর সঙ্গে থাকব না। মনোজবাবুকে ওই পদ থেকে না সরানো পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।”

কিন্তু দলের সিদ্ধান্ত যেভাবে কর্মীরা না মেনে দলের বিরুদ্ধে বিক্ষোভে নামছেন, তাতে কি তৃণমূলের অস্বস্তি বাড়ছে না? এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে না জেলা তৃণমূল নেতৃত্ব? এদিন এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি কিষান কল্যাণী বলেন, “আমি মিডিয়ার কাছে এই ব্যাপারে কিছু বলব না। এই বিক্ষোভ 8 তারিখ থেকেই হচ্ছে। রাজ্য নেতৃত্বকে আমি সমস্তটাই জানিয়েছি।”

বিশেষজ্ঞরা বলছেন, উত্তরবঙ্গের মধ্যে এখন তৃণমূলের গোষ্ঠী কোন্দলে সবথেকে বিপর্যস্ত জেলা হিসেবে পরিচিত জলপাইগুড়ি জেলায়। এখন এই জেলায় নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে যেভাবে বিক্ষোভ শুরু হল, তাতে চাঞ্চল্য বাড়ছে শাসকদলে। এখন তৃনমূল নেতৃত্ব গোটা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!