এখন পড়ছেন
হোম > রাজ্য > দলে নিয়েও স্বস্তিতে নেই তৃণমূল, দলছুট বিধায়কদের ঘরে ফেরাতে কাজ শুরু করলেন সোমেন মিত্র

দলে নিয়েও স্বস্তিতে নেই তৃণমূল, দলছুট বিধায়কদের ঘরে ফেরাতে কাজ শুরু করলেন সোমেন মিত্র

লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দলত্যাগী বিধায়কদের সসম্মানে দলো ফিরিয়ে আনার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মাস দেড়েক আগে অধীর চৌধুরীর স্থানে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে এসেছেন তিনি। আর তারপরে এদিনই প্রথম বিধানসভার পরিষদীয় দলের সঙ্গে মিলিত হন তিনি।

সেখানে আগামী ১২ ডিসেম্বরে ধর্মতলায় আয়োজিত কংগ্রেস প্রস্তাবিত জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনস করার পাশাপাশি দলছুট বিধায়কদের দলে ফেরানোর ব্যাপারে মতামতও ব্যক্ত করেন তিনি। লোকসভা নির্বাচনের প্রয়োজন তে রয়েছেই,তাছাড়া সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই দলত্যাগী বিধায়কদের দলে ফেরাতে অগ্রাধিকার দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

খাতায় কলমে দলত্যাগ না করেই তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে দলের একাংশ। এদিকে তাঁরা সরকারিভাবে নিজেদের কংগ্রেস সদস্য বললেও আসলে পুরোদমে তৃণমূলকে সমর্থন করে যাচ্ছেন, এমনটাই জানা গিয়েছে কংগ্রেস সূত্রের খবরে৷ এদের এই দ্বিচারী আচরণ কংগ্রেসের সংগঠন ক্ষতিগ্রস্ত করছে।

এরকম চলতে থাকলে বিজেপি,তৃণমূলের মতো অপেক্ষাকৃত শক্তিশালী রাজনৈতিক দলগুলোকে রোখা সম্ভব হবে না। নির্বাচনে একটি আসন না পেলেও তৃণমূলের সঙ্গে আপস করতে একদমই রাজি নন নয়া কংগ্রেস সভাপতি। আর বিধায়করা তো নিজেদের এলাকাতেই কংগ্রেস নেতা। তাই সাংগঠনিক শক্তি কীভাবে এই মুহূর্তে বাড়ানো যাবে,তা নিয়ে আলোচনা করেছেন তিনি বিধানসভার পরিষদীয় দলের সঙ্গে এদিন,এমনটাই জানালেন তিনি।

সূত্রের খবরে আরো জানা গিয়েছে,অন্য দলে চলে যাওয়া বিধায়কদের কেউ কেউ ইতিমধ্যে ফিরে আসার আবেদনও জানিয়েছেন। নানা প্রলোভন এবং ভয় দেখিয়ে কংগ্রেসের সংগঠনকে দূর্বল করে দেওয়ার জন্যে বিধায়কদের দলে টেনেছিল তৃণমূল। তাঁরা কেউ স্বস্তিতে না থাকায় ফের পুরানো দলে ফিরতে চাইছেন,এমনটাই দাবী করলেন কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এসব কর্মী-বিধায়কদেরই রাজনৈতিক স্বার্থে নানান ছুতোয় দলে ফিরিয়ে আনতে চাইছেন প্রদেশকংগ্রেস সুপ্রিমো। এ বিষয়ে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানালেন সোমেন বাবু। এদিনের বৈঠকের শেষে তিনি বলেন,কংগ্রেস বিধায়করা সর্বসম্মতভাবে তৃণমূলের বিরোধীতা করার পক্ষেই রায় দিয়েছেন৷ কংগ্রেসের এই মুহূর্তে দ্বিমুখী লড়াই চালাতে হচ্ছে।

একদিকে রয়েছে বিভেদের রাজনীতি করা বিজেপি অন্যদিকে রয়েছে রাজ্যস্তরের স্বৈরাচারী দল তৃণমূল। তাই এই প্রতিপক্ষদের মোকাবিলায় সংগঠনকে মজবুত করার উপরেও জোর দেওয়ার কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!