এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরপাড়ায় দূর্গা-মন্ডপ ভাংচুরে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শাসকদলের

উত্তরপাড়ায় দূর্গা-মন্ডপ ভাংচুরে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শাসকদলের

অবশেষে ঘুম ভাঙছে শাসক দলের। এবার দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরেই দলে শৃংখলার ব্যাপারে কর্মীদের মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলনেত্রীর এই নির্দেশ যে নিচুতলার কর্মীদের কানে পৌঁছয়নি তা প্রমাণ হয়ে গিয়েছিল সম্প্রতি দুর্গাপুজোয়।

প্রসঙ্গত উল্লেখ্য; গত নবমীর দিন গভীর রাতে উত্তর পাড়ার আর কে স্ট্রিটের ইয়ংস্টার ক্লাব এবং তাদের পুজো মণ্ডপে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তীর বিরুদ্ধে। আর এর পরদিনই ভোরে সেই কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এই উত্তরপাড়া। রাস্তা অবরোধ করে রীতিমত বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ এসে সেই অবরোধ তুলে দিলেও অভিযুক্ত কাউন্সিলরকে দেখে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ক্ষোভ চেপে না রাখতে পারা বাসিন্দাদের হাতে গণধোলাইয়ের শিকার হতে হয় সেই তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তীকে।

আর এরপর কোনরকমে সেই কাউন্সিলরকে হাসপাতালে ভর্তি করা হলেও এই ঘটনা নিয়ে শাসকদলের অন্দরে শুরু হয় তীব্র বিরম্বনা। কেন সেই নবমীর উৎসবের রাতে মদ্যপ অবস্থায় পুজো প্যান্ডেলে হামলা চালালেন এই তৃণমূল কাউন্সিলর? তা নিয়ে সেই অভিযুক্ত কাউন্সিলার সুমিত চক্রবর্তীর শাস্তির দাবিতে পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব এর অনুগামীরা তৃণমূল রাজ্য নেতৃত্বের কাছে একটি অভিযোগও করেন। এমনকি চেয়ারম্যান অনুগামীদের সাথে সেই অভিযুক্ত কাউন্সিলারের শাস্তির দাবিতে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

সূত্রের খবর এরপর গতকাল রাজ্যের তরফ থেকে জেলা তৃণমূলের সভাপতি তপন দাশগুপ্তকে সেই অভিযুক্ত কাউন্সিলরকে শোকজ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলরকে এর দায়িত্বে থেকেও সরিয়ে দেওয়া হয় সেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে। এদিন এ প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূলের সভাপতি তপন দাশগুপ্ত বলেন; “দলের নির্দেশ অনুযায়ী উত্তরপাড়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত চক্রবর্তীকে শোকজ করা হয়েছে। চিঠির উত্তর পাওয়ার পরই তার বিরুদ্ধে দলীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে যাকে নিয়ে এত কিছু সেই অভিযুক্ত সুমিত চক্রবর্তীর  সাথে কোনরূপ যোগাযোগ করা সম্ভব হয়নি। সব মিলিয়ে এখন দলের তরফ থেকে শোকজের চিঠি পেয়ে তার ঠিক কী জবাব দেন সুমিতবাবু তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!