এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে ভোটের আগেই গ্রেফতার মহেশতলা পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

জল্পনা বাড়িয়ে ভোটের আগেই গ্রেফতার মহেশতলা পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

আজ মহেশতলা উপনির্বাচন হচ্ছে। আর তার আগে গতকাল মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমলেশ সরকার-কে গ্রেফতার করলো পুলিশ। অভিযোগ কোনো কারণ ছাড়াই নাকি তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর স্ত্রীর অভিযোগ যে ২০১৪ সালে অন্যদের টিকিট দিলেও নাকি তাঁকে টিকিট দেয়নি তৃণমূল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবারও বিধানসভা উপনির্বাচনে দলের কোনও কাজের দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে। কয়েকদিন আগেই হঠাৎ বর্তমান বিজেপি নেতা মুকুল রায় অমলেশবাবুকে ফোন করে বলেন তাঁর বাড়িতে আসবেন তিনি। আগে থেকে পরিচয় থাকার দারুন না করেননি অমলেশবাবু। এরপর ২৪ মে মুকুলবাবু তাঁদের বাড়িতে আসেন এবং অমলেশবাবুকে গতকাল গ্রেফতার করে পুলিশ। অমলেশবাবুর স্ত্রী আরো জানান যে পুলিশ এসে বলেন যে অমলেশবাবুকে গ্রেপ্তার করতে তাদের খুবই খারাপ লাগছে। কিন্তু তারা নিরুপায়। অন্যদিকে মহেশতলা থানার পুলিশের দাবি গতকাল একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে জমায়েত করার জন্য গ্রেপ্তার করা হয়েছে অমলেশ সরকারকে। কদিন এই নিয়ে এখনো মুকুল বাবুর বা তৃণমূলের তরফ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিরোধীরা মনে করছে যে মুকুলবাবুর সাথে ঘনিষ্ঠতার কারণেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!