এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে মালদহে তুলকালাম তৃনমূল-সিপিএমে, জল্পনা বাড়িয়ে চুপ কংগ্রেস

মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে মালদহে তুলকালাম তৃনমূল-সিপিএমে, জল্পনা বাড়িয়ে চুপ কংগ্রেস

মালদহ জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বুধবার মালদহ কলেজ অডিটোরিয়ামে বাধল তুমুল গন্ডগোল। সূত্রের খবর, তৃনমুল ও সিপিএম এই দুদলের সমর্থকদের মধ্যেই লাগে তুমুল বচসা যা হাতাহাতি পর্যন্ত গড়ায়। বিভিন্ন ব্লকের সমবায়গুলোতে বামেদের সাথে জোট বেধে তৃনমূলের বিরুদ্ধে লড়াই করলেও এই নির্বাচনে কংগ্রেসকে কোনোরুপ মাথা ঘামাতেই দেখা যায়নি। এদিকে সিপিএমের তরফে অভিযোগ, নির্বাচনের মনোনয়ন জমা দিতে গিয়ে তৃনমূলের দুস্কৃতিবাহিনীর হাতে তাঁদের দলের শিখা ঘোষ নামে এক কর্মী আক্রান্ত হয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

 

এ প্রসঙ্গে সিপিএমের মালদা জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ” মনোনয়ন জমা দিতে না দিয়ে নির্বাচনের নামে প্রহসন চলছে।” তবে সিপিএমের করা এই অভিযোগ সম্পূর্নরুপে উড়িয়ে দিয়েছেন তৃনমূলের মালদা জেলার কার্যকরী সভাপতি সুমালা আগরওয়ালা। তিনি বলেন, “আমাদের তরফে 12 টি মনোনয়ন তোলা হলেও মোট 27 টি মনোনয়ন তোলা হয়েছে বলে শুনেছি। আর তার বেশিরভাগটাই তুলেছে সিপিএম। নিজেদের দুর্বলতা ঢাকতেই ওরা তৃনমূলের বিরুদ্ধে অভিযোগ করছে।” জানা গেছে, জেলা সমবায়ের 12 টি ডিরেক্টর পদে নির্বাচন হবে আগামী 12 জুলাই মালদার সামসিতে। অন্যদিকে তৃনমূল সূত্রের খবর, তাঁদের তরফে এই নির্বাচনে জেলা তৃনমূলের যুব সভাপতি অম্লান ভাদুড়ী সহ 12 জন প্রতিদ্বন্দ্বীতা করবেন। সব মিলিয়ে সমবায় দপ্তরের নির্বাচনেও শাসক বিরোধীর রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত মালদায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!