এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের সংগঠনের দাদাগিরিতে অবৈধ জবরদখল হঠাতে পারল না পুলিশ – সরগরম উত্তরের রাজনীতি

তৃণমূলের সংগঠনের দাদাগিরিতে অবৈধ জবরদখল হঠাতে পারল না পুলিশ – সরগরম উত্তরের রাজনীতি


দীর্ঘদিন ধরেই মাথাভাঙ্গা পৌরসভা পরিচালিত শিশুউদ্যান ও মহকুমাশাসকের বাংলোর প্রবেশের রাস্তায় অস্থায়ীভাবে একটি অটোস্ট্যান্ড গড়ে উঠেছিল। আর পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার সেই অটোস্ট্যান্ডটি সরাতে গেলেই তীব্র বিপত্তি বাধে। জানা যায়, পুলিশ এই অটোস্ট্যান্ডটি সরানোর জন্য উদগ্রীব হলেও সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাতে বাধা দেয় এবং প্রবল আপত্তি জানান।

পুলিশের পক্ষ থেকে এই অটোস্ট্যান্ড সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা পাল্টা বলেন, শহরের অধিকাংশ ফুটপাত দীর্ঘদিন ধরে দখল হয়ে আছে। তাই আগে সেসব সরানো হোক, তারপরে এই অটোস্ট্যান্ড সরানো হবে। এদিকে তৃণমূল নেতাদের এই চোখ-রাঙানিতে বাধ্য হয়ে পুলিশকে ঘটনাস্থল ছাড়তে হয়। তবে সেখানে নো পার্কিং জোন সংক্রান্ত একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফে।

বস্তুত, মাথাভাঙ্গা পৌরসভা পরিচালিত শহরের মূল জায়গায় পৌর উদ্যানের সামনে এই অটোস্ট্যান্ড তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরেই এলাকাবাসীরা তাদের ক্ষোভ জানিয়ে আসছেন। রাস্তায় চলাচলে অসুবিধা থেকে শুরু করে যানজট, বিকেলে শিশু উদ্যানে ছেলে-মেয়েদের খেলতে না পারা ইত্যাদি সমস্যার জন্য সেই অটোস্ট্যান্ডকেই দায়ী করছেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বাসিন্দাদের দাবি অনুযায়ী যেভাবে পুলিশের পক্ষ থেকে সেই অটোস্ট্যান্ডকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হল এবং তার জেরে তৃণমূল নেতাদের বাধার মুখে যেভাবে পুলিশদের পড়তে হল, তা দেখে শাসক দলের নেতাদের বাড়বাড়ন্তে হতবাক এলাকাবাসী। এদিন এই প্রসঙ্গে মাথাভাঙ্গা থানার ট্রাফিক ওসি শাহ আলি ইমাম বলেন, “শিশু উদ্যানের সামনে থেকে অটো সরিয়ে নেওয়ার জন্য আমরা নো পার্কিং জোন বোর্ড লাগিয়ে দিয়েছি। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে নো পারকিং জোনে কেউ গাড়ি পার্কিং করলে তার বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।”

কিন্তু পুলিশের পক্ষ থেকে নো পার্কিং বোর্ড লাগিয়ে দেওয়া হলেও কেন অটোস্ট্যান্ড সরানোর জন্য পুলিশ উদ্যোগ নিলেও তাতে বাধা দিলেন তৃণমূল নেতারা! এদিন এই প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠনের মাথাভাঙা মহাকুমার সভাপতি আলিজার রহমান বলেন, “আমরা শিশু উদ্যানের সামনে থেকে অটো সরিয়ে নেওয়ার বিপক্ষে নই। কিন্তু মাথাভাঙা শহরের শনি মন্দির থেকে মূল চৌপথী পর্যন্ত এলাকার ফুটপাত দখল করে বহু ব্যবসায়ী বসে রয়েছে। এই ক্ষেত্রে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই ফুটপাত দখলমুক্ত করে অটো চালকরা সাময়িক সময়ের জন্য রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকতে পারবেন। তখন আর স্ট্যান্ডের প্রয়োজন হবে না। আমরা এই বিষয় নিয়ে মহকুমা শাসক এবং পুলিশকে জানিয়েছি। যতদিন ফুটপাত দখলমুক্ত না হবে, ততদিন অস্থায়ী অটোস্ট্যান্ড যাতে সরানো না হয়, সেই আবেদন আমরা করেছি।” সব মিলিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের দাদাগিরিতে এবার অবৈধ জবরদখল সরানো থেকে কার্যত পিছু হটতে হল পুলিশকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!