এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃনমূলের ”দিদিকে বলো”র পাল্টা বিজেপির “চায়ে পে চর্চা”, শোরগোল রাজ্য রাজনীতি

তৃনমূলের ”দিদিকে বলো”র পাল্টা বিজেপির “চায়ে পে চর্চা”, শোরগোল রাজ্য রাজনীতি

লোকসভা নির্বাচনে 34 থেকে দল 22 এ নেমে যাওয়ার পরই জনসংযোগ থেকেই যে তারা কিছুটা বিচ্যুত, তা আঁচ করতে পারেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাইতো তড়িঘড়ি কিভাবে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে দলকে জনসংযোগে পাঠানো যায়, তার জন্য নানা কৌশল আঁটতে থাকেন তিনি।

সম্প্রতি সারা রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি হিসেবে “দিদিকে বলো” নামে একটি কর্মসূচির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে একটি ফোন নম্বর এবং একটি ওয়েবসাইট দিয়ে সেখানে সমস্ত সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি। আর দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই জনসংযোগ কর্মসূচির ঘোষণা করার পরই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের নেতৃত্বরা জনসংযোগে নেমে পড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূল “দিদিকে বলো” কর্মসূচি করে জনসংযোগে শামিল হবে, আর চুপ করে থাকবে রাজ্যের বিরোধী দল বিজেপি, তা কি হয়! তাইতো এবার তৃণমূলের পাল্টা “চায়ে পে চর্চা” নিয়ে মাঠে নেমে পড়তে চলেছেন গেরুয়া শিবির। জানা গেছে, এই চায়ে পে চর্চার উদ্যোক্তা সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক দক্ষিণ কলকাতাকে বেছে নিয়েই এই চায়ে পে চর্চার মধ্যে দিয়ে জনসংযোগে নামতে চলেছে চন্দ্রবাবু।

জানা গেছে, ইতিমধ্যেই এই ব্যাপারে একটি বুদ্ধিজীবী সেল তৈরি করে তাদেরকে নিয়ে দক্ষিণ কলকাতার বুথে বুথে “চায়ে পে চর্চা” প্রক্রিয়া শুরু করা হবে। এদিন এই প্রসঙ্গে চন্দ্র কুমার বসু বলেন, “এই “চায়ে পে চর্চা” রাজ্যের যে কোনো কেন্দ্রে যে কোনো পথেই করা যায়। আপাতত দক্ষিণ কলকাতায় এটা শুরু হবে। তারপর দল যদি যায় তাহলে অন্য কেন্দ্রেও এই পথে জনসংযোগ করা যেতে পারে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বর্তমানে জনসংযোগকে হাতিয়ার করেছে সমস্ত রাজনৈতিক দল। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের দিদিকে বলোর পাল্টা বিজেপির “চায়ে পে চর্চা” কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক দক্ষিণ কলকাতায় তাদের প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!