এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “তৃণমূলের কোমর ভেঙেছি, বিধানসভায় ফনা ভেঙে দেব”! দিলীপ ঘোষের “নিদানে” বাড়ল বিতর্ক

“তৃণমূলের কোমর ভেঙেছি, বিধানসভায় ফনা ভেঙে দেব”! দিলীপ ঘোষের “নিদানে” বাড়ল বিতর্ক

বিভিন্ন সময়েই শাসক দল তৃণমূলের উদ্দেশ্যে তার মন্তব্য বিতর্ক বাড়িয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে সংযত বার্তা প্রয়োগের জন্য তাকে সাবধান বাণীও দেওয়া হয়েছিল বলে দাবি রাজনৈতিক মহলের। কিন্তু এতসব সত্ত্বেও তিনি তার অবস্থান থেকে সরলেন না কিছুতেই। এবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ফের বেলাগাম হতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে।

সূত্রের খবর, সোমবার মেদিনীপুরের চাঁদরাতে একটি দলীয় সভায় উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই দলীয় কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে লাগামহীন মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “যে টিএমসি নেতারা আপনার নামে কেস করছে, তাদের নাম লিখে রাখুন। টাকা ফেরত না দিলে গ্রামছাড়া করব। জমি, বাড়ি বিক্রি করে টাকা আদায় করব।” আর বিজেপির রাজ্য সভাপতির এহেন মন্তব্যেই এবার উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলছেন, শাসকের পরিবর্তন হলেই গ্রামছাড়া হওয়ার প্রবণতা দেখা যায় এরাজ্যে। রাজ্যের অনেক জেলাতেই বিগত বাম সরকারের আমলে কংগ্রেস এবং তৃণমূল সমর্থকদের ঘরছাড়া হতে হয়েছিল। এমনকি 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর বহু বাম সমর্থককে গ্রাম ছেড়ে আশ্রয় নিতে হয়েছিল অন্যত্র।

কিন্তু বিজেপি এই রাজনৈতিক সন্ত্রাসে বিশ্বাস করে না বলে গেরুয়া শিবিরের নেতারা দাবি করলেও যেভাবে দিলীপ ঘোষ প্রতিহিংসাপরায়ণ হয়ে বদলা নেওয়ার ডাক দিলেন, তাতে সেই গেরুয়া শিবিরের দৃষ্টিভঙ্গি নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র।

সমালোচক মহলের প্রশ্ন, শাসকদল বদলানো যদি ঘরছাড়া হওয়ার ভবিতব্য হয়, তাহলে বিজেপির মুখে কোন বদলের কথা শোনা যাচ্ছে? তবে এদিন শুধু তৃণমূলের নেতাদের ঘরছাড়া করাই নয়, শাসকের উদ্দেশ্যে আরও একগুচ্ছ হুমকি দিতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

এদিন তিনি বলেন, “বাড়ির ভাত খেতে দেবো না। বউ ছেলের মুখ দেখতে দেব না। গুন্ডাপান্ডা সব ঠিক করে দেব। সিপিএম লুপ্তপ্রায় হয়ে গেছে। টিএমসি এখন কোমর ভাঙ্গা সাপ। এক জায়গায় ফোসফোস করছে। কোমর ভেঙেছি। আগামী বিধানসভা ভোটে বিষাক্ত ফোনা ভেঙে দেব।”

সব মিলিয়ে বিজেপির রাজ্য সভাপতি এহেন বেলাগাম মন্তব্য ঘিরে এবার রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!