এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের দুই প্রভাবশালী নেতা দুই ‘পথে’! সত্যিকারের ‘পথ’ দেখাবে কে? ধন্ধ বাড়ছে নিচুতলায়!

তৃণমূলের দুই প্রভাবশালী নেতা দুই ‘পথে’! সত্যিকারের ‘পথ’ দেখাবে কে? ধন্ধ বাড়ছে নিচুতলায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের লড়াইটা খুব একটা সহজ নয় তৃনমূলের কাছে। রাজ্যে দিনকে দিন বাড়ছে বিজেপির প্রভাব। আর এই পরিস্থিতিতে দলের কর্মীরা যাতে কোনোরূপ দ্বন্দ্বে নিজেদের মধ্যে লিপ্ত না হয়, তার জন্য বারবার বার্তা দিচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিভিন্ন জায়গায় সাংগঠনিক পরিবর্তন করে সকলকে অনুসরণ করার কথা বলা হচ্ছে। কেননা মাঝপথে যদি কেউ গোষ্ঠীদ্বন্দ্ব শুরু করে, তাহলে বিজেপি তার ফায়দা তুলে নেবে।

যার ফলে ব্যাপক চাপে পড়বে তৃণমূল কংগ্রেস। তাই এই পরিস্থিতিতে যখন তৃণমূল নেতারা ঐক্যবদ্ধ হবেন বলে নানা মহলে আশা তৈরি হয়েছে, ঠিক তখনই পান্ডুয়ায় শাসকদলের দ্বৈরথ আবার প্রকাশ্যে চলে এল। যেখানে বিজেপির বিরুদ্ধে চলা কর্মসূচিতে এক নেতার পক্ষ থেকে মিছিল করা হলে পাল্টা পথে নেমে পড়লেন অন্য নেতা। আর দুই মিছিলে তৃণমূলের কর্মী সমর্থকরা রীতিমত হতভম্ব হয়ে পড়েন। তারা প্রশ্ন করেন, তাহলে তাদের ব্লকের আসল নেতা কে!

প্রসঙ্গত উল্লেখ্য, দলের নির্দেশে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে পান্ডুয়ায় তৃণমূলের পক্ষ থেকে মিছিল করা হয়। এদিন প্রত্যেকটি বুথে পথসভা করেন পান্ডুয়ায় তৃণমূলের ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় এবং তার অনুগামীরা। কিন্তু আশ্চর্যজনকভাবে ব্লক সভাপতির সাথে সাথ না দিয়ে তার বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত পান্ডুয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আনিসুল ইসলামের নেতৃত্বে তার অনুগামীদের অন্য একটি মিছিলে হাঁটতে দেখা যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তৃণমূলের পক্ষ থেকে যখন বিজেপি বিরোধী কর্মসূচিতে সকলকে একযোগে থাকতে বলা হয়েছে, তখন কেন পান্ডুয়ায় দুটি মিছিল?

জানা গেছে, আনিসুল ইসলামের অনুগামীরা পান্ডুয়ার কলবাজার থেকে মেলাতলা পর্যন্ত মিছিল করেন। যেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় ঘোষ। কিন্তু দলের ব্লক সভাপতি তো অসিত চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে তিনি মিছিল বের করলেও, কেন তার সঙ্গে সেই মিছিলে যোগ দিলেন না তারা? এদিন এই প্রসঙ্গে সঞ্জয় ঘোষ বলেন, “ব্লক সভাপতিকে মিছিলের কথা জানানো হয়েছিল। কিন্তু উনি আসেননি।” অন্যদিকে আনিসুল ইসলাম বলেন, “দলের নির্দেশ মেনে মিছিল হয়েছে। সেখানে সবাইকে আসতে বলা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ব্যাপারে ব্লক তৃণমূল সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, “ব্লক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ মেনে প্রতিটি বুথে পথসভা হয়েছে। আমাকে কেউ মিছিলের কথা জানায়নি। আমি ব্লক সভাপতি। আমাকে না জানিয়ে দলের কোনো কর্মসূচি হওয়া বাঞ্ছনীয় নয়।”

আর এখানেই বিশেষজ্ঞদের প্রশ্ন, বারবার যেখানে দলের পক্ষ থেকে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার কথা বলা হচ্ছে, সেখানে বিজেপির বিরুদ্ধে ময়দানে নামতে গিয়ে যদি তৃণমূলের নেতারা নিজেদের শক্তি প্রদর্শন করতে বেশি ব্যস্ত হয়ে পড়েন, তাহলে তা তৃণমূলের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াবে। যেভাবে পান্ডুয়ায় তৃণমূলের দুই নেতা নিজেদের মতো করে মিছিল বের করে বিজেপি বিরোধিতার সুর চড়ালেন, তাতে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ কার্যত ফিকে হয়ে গেল। উল্টে এই গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করে বিজেপি যে পথে নামবে, তা নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে।

সব মিলিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এর পক্ষ থেকে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার কথা বলা হলেও, তা যে নিচুতলার তৃণমূল নেতাদের কানে এখনও পর্যন্ত পৌঁছয়নি, তা এই ঘটনাতেই পরিষ্কার বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। এখন এই ব্যাপারে তৃণমূল জেলা নেতৃত্ব ও শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!