এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের দুর্নীতি নিয়ে অমিত শাহ মুখ খুলতেই পাল্টা মুকুল খোঁচায় বিজেপিকে বিদ্ধ করল শাসকদল

তৃণমূলের দুর্নীতি নিয়ে অমিত শাহ মুখ খুলতেই পাল্টা মুকুল খোঁচায় বিজেপিকে বিদ্ধ করল শাসকদল


সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। করোনা পরিস্থিতির কারণে রাজনৈতিক দলগুলো এতদিন ময়দানে নামতে পারেনি। তবে এই ভয়াবহ ভাইরাসকে কিছুটা মোকাবিলা করার পর পঞ্চম দফার লকডাউন শিথিল হওয়ার সাথে সাথেই বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে নামতে শুরু করে। ইতিমধ্যেই বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলার বিজেপি নেতা কর্মীদের বার্তা দেওয়া হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে লড়ার জন্য।

অতীতের সমস্ত নির্বাচনে যেমন বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সোচ্চার হন, ঠিক তেমনই একইভাবে গতকাল ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারদা, নায়লা সহ বিভিন্ন বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। যার ফলে অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। তবে তৃণমূলকে অমিত শাহ এই ইস্যু নিয়ে কটাক্ষ করলেও, এবার তার পাল্টা মুকুল রায়কে সামনে এনে বিজেপিকে কোণঠাসা করলেন তৃণমূল নেতৃত্ব। যার ফলে লকডাউনের এই মুহূর্তে কার্যত জমে উঠল রাজ্য রাজনীতি।

জানা যায়, এদিন অমিত শাহের ভার্চুয়াল সভার আগে প্রথম বক্তা ছিলেন মুকুল রায়। তারপরেই বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তারপরেই বক্তব্য রাখতে উঠে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে তিনি বলেন, “তৃণমূল সরকারের দুর্নীতির সীমা নেই। সে কথা বলতে ক্লান্ত হয়ে পড়তে হবে। আমার কাছে সব তথ্য আছে। কিন্তু করোনা এবং আমপানের মধ্যেও যে দুর্নীতি এরা করছে, তার জন্য মানুষ এদের ক্ষমা করবেন না। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে রোজভ্যালি, সারদা চিটফান্ড কেলেঙ্কারি, ভাইপো ভেট, ওয়াকফ দুর্নীতি, ভর্তি নিয়ে দুর্নীতি, এই সমস্ত কিছু আর হবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর অমিত শাহ এই কথা বললেও, একসময় বিজেপির পক্ষ থেকে তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায় নারদা কান্ডে নাম থাকার জন্য গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল, ভাগ মুকুল ভাগ। আর এখন সেই বিজেপি দলে মুকুল রায় নাম লেখানোর জন্য তাকে নিয়ে সেভাবে তদন্ত হচ্ছে না বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, যে মঞ্চ থেকে অমিত শাহ এই কথা বলছেন, সেই মঞ্চেই বসে রয়েছেন দুর্নীতি কাণ্ডে জড়িত মুকুল রায়। ফলে অমিত শাহের মুখে এই ধরনের কথা মানায় না।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিজেপির মুখে দুর্নীতিবিরোধী কথা অর্থহীন। অভিযুক্তদের মঞ্চে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের কথা মানুষের কাছে হাস্যকর। তৃণমূল কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়।” একইভাবে অমিত শাহর সভার মাধ্যমে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার কথা বললেও, তাকে পাল্টা কটাক্ষ করেছে সিপিএম এবং কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, “তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কথাগুলো কতদিন থাকবে, তারা কাকে কখন দলে টানবে, তার ঠিক নেই। অমিত শাহের সভা থেকেই স্লোগান উঠেছিল, ভাগ মুকুল ভাগ। এখন তিনিই তো শাহর দলের বড় নেতা।”

একইভাবে এই ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “দুর্নীতির হিসেব নেবেন বলছেন অমিত শাহ। কিন্তু সারদা মামলা এখনও ঝুলে, নারদ কান্ডে তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের অনুমতি স্পিকার এখনও দেননি। রাজীব কুমারকে নিয়ে হৈ চৈ আর নেই। এগুলোর হিসাব কি দেবেন? এসব গিমিক বাংলার মানুষ ধরে ফেলেছেন।” অর্থাৎ বাম এবং কংগ্রেস বিজেপি ও তৃণমূলের সমঝোতাকেই এখানে বড় করে দেখাতে চাইল।

তবে অমিত শাহ সভার মাধ্যমে যেভাবে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন এবং তার পাল্টা যেভাবে মুকুল রায়কে কটাক্ষ করে বিজেপি দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের নিয়ে বড় বড় কথা বলছে বলে সরব হলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তাতে রাজনীতি এবং দুর্নীতির লড়াইয়ে শেষ পর্যন্ত কাদের জয় হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!