এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের রাজনৈতিক মঞ্চে জ্বলজ্বল করছেন ওসি! বিধানসভার আগে তীব্র অস্বস্তিতে ঘাসফুল শিবির?

তৃণমূলের রাজনৈতিক মঞ্চে জ্বলজ্বল করছেন ওসি! বিধানসভার আগে তীব্র অস্বস্তিতে ঘাসফুল শিবির?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহুদিন থেকেই বিরোধীদের তরফে দাবি করা হচ্ছিল যে শাসকদলের হাতের মুঠোয় রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। আর সেই কথা বলে সরব হতে দেখা গিয়েছিল রাজ্যপালকেও। এমন পরিস্থিতিতে তৃণমূলের তরফে এই অভিযোগ বারবার অস্বীকার করা হলেও সম্প্রতি তৃণমূলের রাজনৈতিক মঞ্চে থানার ওসি থাকায়, জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

ঘটনাটি ঘটেছে, তৃণমূলের উদ্যোগে আয়োজিত ‘পুরোহিত সমাবর্তন’ অনুষ্ঠানে। সেখানে মঞ্চে হাজির থাকতে দেখা গেছে ভাতার থানার ওসিকে। বস্তুত, শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে (সত্যতা যাচাই করেনি প্রিয় বন্ধু মিডিয়া) দেখা যায়, জেলা পরিষদের সভানেত্রী শম্পা ধাড়ার পাশেই বসে রয়েছেন ভাতার ওসি প্রণব বন্দ্যোপাধায়।

আর এই ছবি ছড়িয়ে পড়তেই শাসক দলের সঙ্গে পুলিশের সম্পর্ক নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে বিরোধীদের। জানা গেছে, শনিবার সকালে ভাতারের নিত্যানন্দপুর খেলার মাঠে তৃণমূল ও যুব তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রায় ৫০০ পুরোহিত যোগ দেন। সেখানে উপস্থিত থাকতে দেখা যায়, রাজ্যের মন্ত্রী তথা জেলা সভাপতি স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভানেত্রী শম্পা ধাড়া ও জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর উজ্জ্বল প্রামাণিককে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই অভিযোগ ওঠে ওই মঞ্চে জামায় একটি ‘ব্যাজ’ এঁটে শম্পা ধাড়া, স্বপন দেবনাথদের পাশে বসে থাকতে দেখা গেছে ভাতার থানার ওসিকে। অন্যদিকে, অনুষ্ঠানের উদ্যোক্তা তথা ভাতারের তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল জানান, তিনি মঞ্চের কাছে ছিলেন না। তাই এ নিয়ে কোনও কথা বলবেন না বলেই জানান তিনি।

অন্যদিকে, মঞ্চের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করে। এখানে ভাতারের সিপিএম নেতা নজরুল হক দাবি করেন যে, ‘‘প্রশাসনিক পদে থাকা একজন অফিসার কীভাবে রাজনৈতিক উদ্যোগে আয়োজিত সভার মঞ্চে গিয়ে বসতে পারেন? বুঝতে পারছি না!” আর এখানেই তৃণমূল ও প্রশাসনের দৈন্য ফুটে উঠছে বলেই মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, এই ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি রাজকুমার হাজরা জানান, ‘‘দল ও প্রশাসন যে একাকার, তা তৃণমূল প্রমাণ করে দিল।’’ যদিও এই অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সভাপতি স্বপনবাবু জানান, ‘‘মঞ্চ কেঁপে ওঠার সমস্যা হচ্ছিল। সেজন্য ওসিকে ডেকে পাঠিয়েছিলাম। তিনি মঞ্চ পরীক্ষা করে চলে গিয়েছেন।’’

অন্যদিকে, এই একই কথা বলতে শোনা গেছে ওসিকেও। এদিন তিনি বলেন, ‘‘মঞ্চ ঠিক আছে কি না, তা দেখার জন্য মন্ত্রী ডেকেছিলেন। নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলাম।’’ সেইসঙ্গে প্রকৃত ঘটনা খোঁজ নিয়ে দেখা হবে, একথা জেলা পুলিশের এক কর্তা জানান বলে জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!