এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আয়োজিত অনুষ্ঠানে অন্য দলের হেভিওয়েট সংসদ , জোর জল্পনা রাজনৈতিকমহলে

রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আয়োজিত অনুষ্ঠানে অন্য দলের হেভিওয়েট সংসদ , জোর জল্পনা রাজনৈতিকমহলে

রাজ্যে নবরাত্রি আর দুর্গাপুজো শেষ হয়েছে এবার শুরু দাসেরার রাবন বধ।গোটা দেশের মতো রাজ্যেও শুরু হয়েছে দাসেরা পালন। পিছিয়ে নেই মালদাও। মালদা শহরের কালীতলা ক্লাবের পরিচালনায় আগুনে রাবনকে পুড়িয়ে আয়োজিত হল দশেরা। আর এই অনুষ্ঠানের সর্বেসর্বা ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। এখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষেরা। আর সেখানে একটি নাম ঘিরে শুরু জোর জল্পনা।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, মালদা পুলিশের DIG সুজিত সরকার, BSF এর DIG অমরকুমার এক্কা, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি প্রমুখ। আর এই শেষের নামটি ঘিরেই তোলপাড় রাজনৈতিক মহল। কেননা কৃষ্ণেন্দুবাবু আগে কংগ্রেসে থাকলেও তৃণমূলে যোগ দিয়েছেন অনেকদিন হলো। শুধু তাই নয় তৃণমূলের মন্ত্রীও হয়েছেন তিনি কিন্তু কোনো এক অজানা কারণে আজ তিনি প্রায় দলে কোনঠাসা।

অন্যদিকে সাবিত্রী মিত্র বা নিহার রঞ্জন ঘোষের সাথেও তাঁর আদায় কাচঁকলায় সম্পর্কের কথা কারুর অজানা নয়। সুতরাং এহেন অবস্থায় তাঁর প্রতিনিধিত্ত্ব করা অনুষ্ঠানে আবু হাসেম খান চৌধুরির উপস্থিতি রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে বৈকি।

একাংশ ভাবছে যে দলে কোনঠাসা হয়েই কি ফের পুরোনো দলে ফিরতে চাইছেন কৃষ্ণেন্দুবাবু ?নাকি দলে অবস্থা ফেরাতে আবু হাসেম খান চৌধুরিকে তৃণমূলের দিকে টানতে এই উদ্যোগ। উত্তর অবশ্য এখনই মিলছে না। কেননা এই নিয়ে মুখ খোলেন নি কৃষ্ণেন্দুবাবু ও আবু হাসেম খান চৌধুরি দুজনেই তাদের মতে এটা স্বাভাবিক সৌজন্য। যদি রাজনৈতিক মহলের দাবি রাজনীতিতে সৌজন্য বলে কিছু হয় না। সৌজন্যের চাদরে মোড়া থেকে আসল উদেশ্য।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত ,এদিন এই অনুষ্ঠান নিয়ে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান, দশেরা মূলত উত্তর ভারতের উৎসব হলেও অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তিকে চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই উৎসব গত ২৩ বছর ধরে মালদা শহরে পালন করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!