এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর সফরের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠার অভিযোগ খড়্গপুরে

মুখ্যমন্ত্রীর সফরের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠার অভিযোগ খড়্গপুরে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও গোষ্ঠী কোন্দলের অভিযোগ তৃণমূলে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সফরের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর অভিযোগ উঠেছে খড়্গপুরে। তৃণমূলের জেলা মুখপাত্র দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন, ওই এলাকার বিধায়ক প্রদীপ সরকারের এক অনুগামীকে চড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে আপাতত এলাকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে বলেই জানা গেছে।

সেইসঙ্গে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর শনিবার রাতে ঘটে যাওয়া এলাকায় এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গেছে। জানা গেছে, তৃণমূল যুব নেতারা শহরের ৯ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর সফর কর্মসূচিকে কেন্দ্র করে একটি সভার আয়োজন করেছিলেন।

আপনার মতামত জানান -

আর সেই সভার জন্যই শনিবার মাইক বাঁধার কাজ শুরু হয়। এরই মধ্যে অভিযোগ ওঠে যে, জেলা তৃণমূলের মুখপাত্র মুনমুনকে সেখানে ডাকা হয়নি। আর সেই রাগেই নাকি সে যুব নেতার উপর চড়াও হন। ফলে আবারও গোষ্ঠী কোন্দলের অভিযোগ তৃণমূলে।

এই ঘটনায় শহর যুব সভাপতি অসিত পাল অভিযোগ করেন যে, যখন তাঁকে সভায় ডাকা হয়, তখন তিনি আসেন না। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে মুনমুন ওয়ার্ডে রাজনৈতিক সভা বানচাল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করতে দেখা গেছে তাঁকে। যদিও এই বিষয়ে দেবাশিষ চৌধুরী ওরফে মুনমুন বলেন, ”গোষ্ঠীকোন্দলের মতো কোনও ঘটনা ঘটেনি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এর থেকে বেশি কিছু তিনি বলতে চাননি বলেও জানা গেছে। তবে সেইসঙ্গে তিনি বলেছেন যে, দলের সভা সফল করাই তাঁদের মূল লক্ষ্য। অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান, ”কোনও একটি গোলমালের খবর পেয়েছি। রবিবার ওঁদের নিয়ে বসে মিটিয়ে দেওয়া হবে। দু’পক্ষকেই ডাকা হয়েছে।”

এখানে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচন আসন্ন। তাই এমন পরিস্থিতিতে তৃণমূল যদি ক্ষমতায় থাকতে চায়, তবে তাঁদের এই জেলা স্তরের গোষ্ঠীগুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন। কারণ এদের মধ্যেই দলের বেশি কোন্দলের ঘটনা সামনে এসেছে। আর সেখানে বিরোধীরা যেভাবে এই ঘটনাকে তাদের বিরুদ্ধে প্রচারে কাজে লাগাচ্ছে, তাতে ভবিষ্যতে এর প্রভাব নির্বাচনে পড়তে পারে বলেই অনুমান করেছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!