এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার তৃণমূল সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা রাজ্য BJP-র OBC মোর্চার

এবার তৃণমূল সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা রাজ্য BJP-র OBC মোর্চার

এদিন রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য বিজেপির OBC মোর্চা। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে নেত্রীর বিরুদ্ধে নালিশ জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হল রাজ্য বিজেপির OBC মোর্চার তরফ থেকে।

তাতে লেখা- “এখানে দিদিমণি OBC-কে ধর্মের ভিত্তিতে দু’টো ভাগে ভাগ করেছেন। ‘এ’ বিভাগ ও ‘বি’ বিভাগ। যেখানে ৯৪টি সম্প্রদায়কে নিয়ে একটি বিভাগ করলেন, তাদের অতি পিছিয়ে পড়া নাম দিলেন শুধুমাত্র সংখ্যালঘু ভোটের স্বার্থে। তাদের জন্য সংরক্ষণ করলেন ১০ শতাংশ। যেটা সম্পূর্ণ সংবিধান বহির্ভূত এবং বেআইনি। সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ হতে পারে না। সংরক্ষণ করতে গেলে আর্থিক, সামাজিক, শিক্ষায় যারা পিছিয়ে আছে তাদের সংরক্ষণ করা দরকার।”

এই সমস্যা থেকে মুক্তি পেতেই রাজ্যপালের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপির OBC মোর্চা,এমনটাই জানালেন মোর্চার রাজ্যসভাপতি স্বপন পাল। রাজ্যসরকারের বিরুদ্ধে অভিযোগের সুর চড়া করে তিনি বললেন,OBC সংরক্ষণের দিক থেকে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে। এ রাজ্যে ৪৭% OBC সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও মাত্র ৭% মানুষ এই রাজ্যের শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণ পেয়েছে।

যেখানে উত্তরপ্রদেশ,বিহার,রাজস্থান,মধ্যপ্রদেশ,গুজরাত,কেরালা সহ অন্যান্য অনেক রাজ্যে কোথাও ২৭%,কোথাও ৪২% সংরক্ষণ রয়েছে। পাশাপাশি আরো জানালেন,এহেন বৈষম্য দিনের পর দিন সহ্য করা যায় না। দিনের পর দিন রাজ্যসরকারের বঞ্চনার শিকার OBC সম্প্রদায়।

সেকারণে এই সম্প্রদায়ের অনেকেই এখন তৃণমূলবিদ্বেষী হয়ে বিজেপির দিকে ঝুঁকছে। আর শাসকদল সমস্যা সমাধানের বদলে OBC এর আরো বঞ্চিত করছে। এখন রাজ্যের যা পরিস্থিতি তাতে রাজ্য রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন দেখা দিয়েছে। আর সেজন্যে এদিন রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবী জানিয়েছে রাজ্য বিজেপির-OBC মোর্চা।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত,এ ইস্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন শ’য়ে শ’য়ে সমর্থকরা রাজ্য বিজপির OBC মোর্চার ডাকে পথে নেমেছিলেন। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থকে মাথায় রেখে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক দখলে রাখার মানসিকতা থেকেই এই OBC বিভাজন করেছেন নেত্রী  এমন অভিযোগ এনে রাজভবনে কেশরীনাথ ত্রিপাঠীর দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর এই OBC বিভাজন নীতির বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন।  শুধু তাই নয়, রাজ্যের OBC-দের উপর দিনের দিন আক্রমণ করছে বলেও অভিযোগ করেন রাজ্য বিজেপির OBC মোর্চার প্রতিনিধিরা। এই অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই এদিন স্বপন বাবুদের আশ্বাস দিলেন রাজ্যপাল।

উল্লেখ্য,মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘুদের তোষণ করেন এ অভিযোগ আগেও তাঁর বিরুদ্ধে দফায় দফায় উঠেছে। লোকসভা ভোটের আগে ফের সেই ইস্যুকে উস্কে দিল এদিন রাজ্য বিজেপির OBC মোর্চা। এখন এই প্রেক্ষিতে রাজ্যপাল কী সিদ্ধান্ত নেন সেটা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!