এখন পড়ছেন
হোম > জাতীয় > কতদিন আর টিকবে তৃণমূল সরকার? “ফাঁস” করে দিলেন হেভিওয়েট বিজেপি সাংসদ! শুরু তীব্র জল্পনা

কতদিন আর টিকবে তৃণমূল সরকার? “ফাঁস” করে দিলেন হেভিওয়েট বিজেপি সাংসদ! শুরু তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভায় বিজেপি 18 টি আসন পাওয়ার পরেই বিজেপি নেতারা বাংলার সরকারের ভবিষ্যৎ নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শুরু করেছিলেন। যার ফলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল, এবার হয়ত কেন্দ্রের সাহায্য নিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। যার ফলে পড়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে তেমন কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যায়নি।

তবে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করার জন্য ইতিমধ্যেই নানা পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারে থাকা নিয়ে মন্তব্য করে রীতিমত জল্পনা বাড়িয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। যেখানে অক্টোবরে মা দুর্গার বিসর্জনের পরই বাংলার সরকারের বিসর্জন হবে বলে দাবি করেছেন তিনি।

পাশাপাশি রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের আমলে নৈরাজ্য চলছে বলেও সরব হয়েছেন হেভিওয়েট এই বিজেপি নেতা। সূত্রের খবর, এদিন পুলিশ প্রশাসন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অর্জুন সিং বলেন, “এই সরকারের মেয়াদ ছয় মাসও নেই। অক্টোবরে মা দুর্গার বিসর্জন হবে। তারপরেই এই সরকারের বিসর্জন নিশ্চিত। তৃণমূলের বিরুদ্ধে লড়াই গণরোষে পরিবর্তিত হবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবার জন্য তৈরি। মমতার সরকারকে পরাজিত করে আগামী দিনে কালীঘাটের পটুয়াপাড়ায় পাঠিয়ে দিতে হবে। যাতে বাংলার মানুষ শান্তিতে বেঁচে থাকে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে পুলিশ প্রশাসন সম্পর্কে মন্তব্য করতে গিয়েও এদিন রীতিমত বিস্ফোরক উক্তি করেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তিনি বলেন, “তৃণমূলকে ভয় পাবেন না। এরা হল কাপুরুষের দল। এরা পুলিশ আর গুন্ডাদের দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবেন না। পুলিশ একদিকে তৃণমূলের গুন্ডাদের সমর্থন করছে, অন্যদিকে বিজেপির নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে।”

অর্থাৎ বিজেপি নেতাদের দীর্ঘদিনের যে অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে, সেই পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করার অভিযোগ তুলে এদিন আরও একবার তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করলেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি তার মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, আগামী অক্টোবর মাসের পর এই তৃণমূল সরকারের বিসর্জন নিশ্চিত। কিন্তু বিধানসভা নির্বাচন তো অক্টোবর মাসে হচ্ছে না! সেক্ষেত্রে কেন এই কথা বললেন বিজেপি সাংসদ?

অনেকে বলছেন, অক্টোবর মাসে নির্বাচন না হলেও, তখন থেকে রাজ্য নির্বাচন কমিশনের আওতায় চলে যাবে। তাই সেই সময়কার কথা তুলে ধরে “তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় ফিরবে না* বলে বুঝিয়ে দিতে চাইলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তবে অর্জুনবাবুর এই মন্তব্য বাস্তবের সাথে কতটা মিল খায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!