এখন পড়ছেন
হোম > রাজ্য > ” রাজনৈতিক সৌজন্য” দেখিয়ে শ্যামাপ্রসাদের মূর্তি সারাবে তৃণমূল সরকার দাবি মন্ত্রীর

” রাজনৈতিক সৌজন্য” দেখিয়ে শ্যামাপ্রসাদের মূর্তি সারাবে তৃণমূল সরকার দাবি মন্ত্রীর

” রাজনৈতিক সৌজন্য” দেখিয়ে শ্যামাপ্রসাদের মূর্তি সারাবে তৃণমূল সরকার এমনটাই দাবি করলেন বিদ্যুৎমন্ত্রী তথা এলাকার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।এদিন সকালে দক্ষিণ কলকাতার এক পার্কে জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি মাখিয়ে সেই মূর্তি ভেঙে ফেলার অভিযোগ ওঠে ৬ কলেজ পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে।পুলিশ তাদের গ্রেফতার করেছে বলেও জানা গেছে। এই নিয়েই এলাকার বিধায়ক শোভনদেববাবু বলেন,“শ্যামাপ্রসাদের মূর্তিটি ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিস্ত্রি ডেকে মূর্তিটি আগের রূপে ফিরিয়ে দেওয়া হবে। আজই কাজ শুরু হয়ে যাবে। এটা আমাদের সরকারের রাজনৈতিক সৌজন্য।” পাশাপাশি তিনি ঘটনার নিন্দাও করেন।বিজেপির তরফ থেকে অবশ্য শোভনবাবুর এই বক্তব্য নিয়ে কোনো পতিক্রিযা পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!