এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বাচ্চার মোবাইল কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল অনুব্রত গড়

বাচ্চার মোবাইল কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল অনুব্রত গড়

এক বাচ্চার মোবাইল কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হলো বীরভূমের নানুরের নতুন গ্রাম এলাকা। সংঘর্ষে দুই গোষ্ঠীর তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। যদিও শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রামবাসীদের অভিযোগ, সংঘর্ষের সময় তিনটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূলের একটি গোষ্ঠী। এলাকাবাসীদের আরো অভিযোগ, নতুন গ্রাম এলাকায় আব্দুল রহিম এবং শেখ আলমের দুটি গোষ্ঠী আছে। তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন, মোবাইল কেড়ে নেওয়াকে কেন্দ্র করে প্রথমে বচসা বাধে। ক্রমে তা ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার নেয়। অগ্নিকাণ্ডের জেরে পরিস্থিতির আরো অবনতি হয়।ঘটনায় নুরুল হাসান নামে এক ব্যক্তির আঘাত গুরুতর বলে জানা গেছে। পরে গ্রামবাসীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকা এখনো থমথমে। গ্রামবাসীরা অবশ্য এই নিয়ে মুখ খুলতে চাননি।

* সঙ্গের ব্যবহৃত ছবিটি প্রতীকী – বাস্তবের সঙ্গে কোন মিল নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!