এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোন ফর্মুলায় তৃণমূলে ‘ভালো কর্মী’ হওয়া যায়? এবার পথ বাতলে দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী

কোন ফর্মুলায় তৃণমূলে ‘ভালো কর্মী’ হওয়া যায়? এবার পথ বাতলে দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন লড়াই যে প্রকৃতপক্ষে তৃণমূল-বিজেপির লড়াই হতে চলেছে, সেদিকে সন্দেহের কোন অবকাশ নেই। গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূলের মোট আসন তার পূর্বের লোকসভা ভোটের চেয়ে অনেকটা কমে যায়। রাজ্যের প্রতিটি আসনে জয়লাভের কথা প্রচার করেও শাসকদলকে শেষপর্যন্ত ২২ টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

অন্যদিকে রাজ্যের ১৮ টি লোকসভা আসন নিজেদের দখলে এনে রাজ্যে নিজেদের অভূতপূর্ব অভ্যুত্থান ঘটায় বিজেপি, সেই সঙ্গে ঘাড়ে নিঃস্বাস ফেলতে থাকে তৃণমূলের। এরপর আগামী বিধানসভা ভোটে নিজেদের জয়ের ধারা অটুট রাখতে রাজ্যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বা পি.কে কে রাজ্যে আনেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে এসে ভোট কৌশলী প্রশান্ত কিশোর শাসকদলের গন সমর্থনের ভিত্তি মজবুত করতে ‘দিদিকে বলো’ , বা ‘বাংলার গর্ব মমতা’ ইত্যাদি প্রকল্প বা কর্মসূচির আনয়ন করেন। সেই সঙ্গে তিনি তৃণমূল দলকে মজবুত করতে দলের সংগঠনেও বেশকিছু রদবদল ঘটান, সেই সঙ্গে দলে স্বচ্ছতা আনবার পরামর্শ দেন। আগামী বিধানসভা নির্বাচন যে স্বচ্ছতার প্রশ্নে নির্বাচন হবে, সে কথা বলতে শোনা যাচ্ছে দলের সুপ্রিমো ও দলের অন্যান্য নেতা-মন্ত্রীদের মধ্য থেকেও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল রবিবার বিকেলে বর্ধমানের কালনা-১ নান্দাই পঞ্চায়েত কর্মী বৈঠকে রাজ্যের জনৈক মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন যে, শুধু সভা-সমিতিতে অংশগ্রহণ নয়। দলের একজন ভালো কর্মীকে হতে গেলে থাকতে হবে মানুষের পাশে, তুলে ধরতে হবে তাঁকে দলের কথা, সেই সঙ্গে সরকারি উন্নয়নের কথা। সেই সাথেই দলের অন্যান্য কর্মীরা দলের দায়িত্ব কতটা পালন করছেন, নজর রাখতে হবে সে বিষয়ে। এদিনের এই বৈঠকে মন্ত্রী স্বপন বাবু ছাড়াও উপস্থিত ছিলেন কালনা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল ও সেইসঙ্গে জনপ্রতিনিধিরাও।

এই প্রসঙ্গে স্বপন বাবু বলেছেন, ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করার কথা বলেছেন। আমরা সৈনিকের মতো তাঁর নির্দেশ পালন করব।” উল্লিখিত এলাকার দারিদ্র, দুঃস্থ মানুষদের একটি লিস্ট তৈরী করে তিনি তাদের সাহায্যার্থে তাদের কে সরকারি প্রকল্পের আওতায় আনতে তাঁর দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন। এরসঙ্গে সঙ্গেই বাড়ি বাড়ি গিয়ে এলাকার অধিবাসীদের বিভিন্ন অভাব-অভিযোগ, সমস্যা জানতে ও সমস্যাবলীর সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি বর্তমানের করোনা পৰিস্থিতির প্রচার ও এই বিষয়ে জন সচেতনতা গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!