এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর হাত ধরে বিজেপির চিন্তা বাড়িয়ে তৃণমূলে যোগ একাধিক প্রভাবশালী নেতার

হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর হাত ধরে বিজেপির চিন্তা বাড়িয়ে তৃণমূলে যোগ একাধিক প্রভাবশালী নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সামনেই ২০২১ ভোট যুদ্ধের দামামা বাজতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যেই সমস্ত দল তাদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। প্রতিদিন কেউ না কেউ অন্য দলে যোগদান করছেন। তবে এদিন বঙ্গ বিজেপি বড়সড় ধাক্কা খেলো। দিলীপ ঘোষ যতই বলুন না কেন দিদির প্রতি কিন্তু আস্থা বেশি নেই লোকের, এদিন মমতা বান্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে মা-মাটি-মানুষের ছাতার তলায় আশ্রয় নিলেন পঞ্চায়েত সদস্যসহ বিজেপির একাধিক নেতা, এমনটাই দাবি তৃণমূলের।

রবিবার রামপুরহাটে যোগদান করলেন মোহাম্মদ বাজার ব্লক এর বিজেপি সদস্য তাপস ঘোষ এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা মণ্ডল কমিটির সম্পাদক মাধব বিত্তার ছাড়াও আরও আটজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন বলে জানা যাচ্ছে। এদিন তারা তৃণমূলের দলীয় কার্যালয়ে মন্ত্রী শ্রী আশীষ বন্দ্যোপাধ্যায় এর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচন থেকেই তৃণমূলের এই গড়ে কিন্তু বিজেপি ঘাটি করতে শুরু করেছিল। একটি পঞ্চায়েতও তাদের দখলে ছিল, ফলে তৃণমূলের সাথে সমানে সমানে টক্কর লেগেছিল, কিন্তু এক চুলও জমি ছাড়তে নারাজ তৃণমূলও পাল্টা এলাকা দখলের লড়াইতে নেমে পড়েছে। দলীয় শক্তিকে আরো পোক্ত করতে বদ্ধপরিকর তৃণমূল 2021 এর আগে গণপুর, ভাড় কাটা, হিংলো, সেকেড্ডা, কাপিস্টা রামপুর অঞ্চল থেকে বিজেপি কর্মী ও নেতাদের নিজেদের দলে যোগদান করাচ্ছে।

এদিনের এই যোগদান নিয়ে মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় বলেছেন এলাকায় উন্নয়নের কাজ হচ্ছে সেই উন্নয়ন চোখে দেখে বিজেপি ছেড়ে সাধারণ মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। মন্ত্রীর দাবি বিধানসভা নির্বাচনে দলের সাফল্য চোখে পড়ার মতো হবে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রাক্তন বিজেপির সেনাপতি মাধব বিত্তার জানান এলাকার উন্নয়নের স্বার্থে আমরা মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেছি।সাথেই তিনি জানান যে, আগামী একুশে জুলাই আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ বাজারে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে আমারই নেতৃত্বে তিনজন পঞ্চায়েত সদস্য সহ অনেকেই তৃণমূলে যোগদান করবেন।

এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল কিন্তু জানিয়েছেন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেছেন বলে আমাদের জানা নেই খোঁজ নিয়ে দেখতে হবে।তবে এর কারণে তৃণমূলের পাল্লাভারী হলো বলে মত রাজনৈতিকমহলের ,আর যদি বিজেপি নিজেদেরসংগঠন ভাঙা না রুখতে পারে তবে আগামী দিনে এর ফল ভুগতে হবে বলে মনে করছেন রাজনৈতিকমহল। এখন দেখার এরপর বিজেপি কি পদক্ষেপ গ্রহণ করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!