এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “এনআরসি নিয়ে ভয় দেখালে ঝাঁটা মেরে বিদায় করবেন” বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল সাংসদ

“এনআরসি নিয়ে ভয় দেখালে ঝাঁটা মেরে বিদায় করবেন” বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল সাংসদ

 

লোকসভা নির্বাচনে যখন তিনি প্রার্থী হয়েছিলেন, তখন থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। পরবর্তীতে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়লাভ করেছিলেন তিনি। হ্যাঁ ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি তাকে নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। নিখিল জৈনকে বিবাহ করা থেকে শুরু করে, বুলবুল ঝড়ের তাণ্ডবেও নিজের সংসদীয় এলাকায় না-যাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

তবে এবার কিছুটা সুস্থ হয়ে ময়দানে নেমে এনআরসির বিরুদ্ধে সরব হয়ে শোরগোল তুলে দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। সূত্রের খবর, এদিন উত্তর 24 পরগনার হাড়োয়ার এক জনসভায় অংশ নেন এই তৃণমূল সাংসদ। আর সেখানেই বক্তব্য রাখতে উঠে সংখ্যালঘু এলাকার মানুষের ভাবাবেগ নিজের দিকে আনতে এনআরসির বিরুদ্ধে সরব হয়ে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “এনআরসি নিয়ে একটা দল মানুষকে ভয় দেখিয়েই চলছে। সেই দলকে বাংলা থেকে বিদায় করতে হবে। তবেই শান্তি ফিরবে। মানুষকে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিচ্ছে একশ্রেণীর নেতারা। তা থেকে বাংলার মানুষকে রক্ষা করতে হবে। এনআরসি নিয়ে যারা ভয় দেখাবেন, তাদেরকে ঝাঁটা মেরে বিদায় করতে হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, বুঝতে বাকি নেই কারোরই যে নুসরত জাহান এনআরসি ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন। তবে এতদিন বাংলাতে এনআরসি হতে দেবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় সদর্পে দাবি করে আসলেও, এবার তার দলের সাংসদ যেভাবে এনআরসির বিরুদ্ধে ঝাটা মেরে বিদায় করার পরামর্শ দিলেন, তা নিঃসন্দেহে নজিরবিহীন বলেই মত একাংশের।

এদিন বিধ্বস্ত ঝড় বুলবুল নিয়ে মন্তব্য করতে গিয়ে বসিরহাটের সমস্যার কথা তিনি সংসদে তুলে ধরবেন এবং বুলবুল কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়ে দেন নুসরাত জাহান। সব মিলিয়ে শরীরকে কিছুটা সুস্থ করেই ময়দানে নেমে এনআরসি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে মন্তব্য করে কিছুটা রাজনৈতিক হওয়ার চেষ্টা করলেন তৃণমূলের এই অভিনেত্রী সাংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!