এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুই কোটি টাকা জরিমানা করা হল তৃণমূলের এই হেভিওয়েট নেতার, জোর চাঞ্চল্য

দুই কোটি টাকা জরিমানা করা হল তৃণমূলের এই হেভিওয়েট নেতার, জোর চাঞ্চল্য

লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের পেছনে নেতাকর্মীদের দুর্নীতিই যে প্রবলভাবে দায়ী তা বুঝতে পেরেছিলেন তৃণমূল নেত্রী। আর তাই তো গত 18 জুন নজরুল মঞ্চে দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে কেউ কাটমানি খেলে সেই টাকা তাদেরকেই ফেরত দিতে হবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি।

আর নেত্রীর এই ঘোষণার পরেই দিকে দিকে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। যার জেরে প্রবল অস্বস্তিতে পড়তে দেখা যায় তৃণমূলকে। আর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অসম্পূর্ণ ঘর ও শৌচালয় তৈরির টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার জন্য প্রায় দুই কোটি টাকা জরিমানা করা হল ধোনেখালি 1 পঞ্চায়েতের প্রধান শফিকুল ইসলাম এবং তৃণমূলের অঞ্চল সভাপতি অরুণ বেরা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ধোনেখালি 1 পঞ্চায়েতের লোকাবাটি গ্রামের বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহনির্মাণের টাকা, অসমাপ্ত শৌচালয়, 100 দিনের কাজের দুর্নীতিগ্রস্ত সুপারভাইজারদের টাকা ফেরতের দাবিতে স্থানীয় প্রাথমিক স্কুলের একটি সভা ডাকেন।

আর সেখানেই প্রধান এবং তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন একাংশ। যার জেরে গ্রামবাসীদের পক্ষ থেকে এই সভায় উপস্থিত অভিযুক্তদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা জরিমানা করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা দীপঙ্কর কর্মকার বলেন, “প্রধানমন্ত্রী গৃহ নির্মাণের টাকা থেকে প্রত্যেকের কাছ থেকে মাথাপিছু 15 থেকে 30 হাজার টাকা করে তৃণমূল নেতারা নিয়েছে। 900 টাকা জমা দিয়ে শৌচালয় তৈরি করতে দিলেও বেশিরভাগ শৌচালয় তৈরি হয়নি। আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে চাইছি যে, অবিলম্বে গরিব মানুষের টাকা তৃনমূল নেতারা ফিরিয়ে দিন।”

তাহলে কি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি! এদিন এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান শফিকুল ইসলাম বলেন, “ভোট গণনার পর থেকে আমি বাড়িতে ছিলাম না। বৃহস্পতিবার একটি সভা ডেকে সেখানে আমার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে দু কোটি টাকা জরিমানা করা হয়। তবে সরাসরি আমাকে কেউ অভিযুক্ত করেনি। আর শৌচালয়ের কাজ নিয়ে ঠিকাদার কি করেছে, তা আমার জানা নেই।”

তবে তৃণমূল নেতারা যাই বলুন না কেন, যেভাবে গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন এবং জরিমানা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, তাতে এখানে শাসক দল যে ব্যাপক অস্বস্তিতে পড়তে চলেছে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত প্রায় প্রত্যেকেই‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!