এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের দুই হেভিওয়েটের লড়াইয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু বুথস্তর থেকে! চরম বিভ্রান্ত দলের কর্মীরা

তৃণমূলের দুই হেভিওয়েটের লড়াইয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু বুথস্তর থেকে! চরম বিভ্রান্ত দলের কর্মীরা

 

“দাদা, অংক কি কঠিন।” উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের অংক যেন মিলছে না কিছুতেই। নেত্রী এক, দলও এক। কিন্তু অঞ্চল থেকে ব্লক স্তরে একই দলের দুটি করে নেতা থাকায় এবার চরম সমস্যায় পড়লেন তৃণমূলের সাধারণ নেতাকর্মীরা। বস্তুত, ইসলামপুরে তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী বনাম জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়ালের দ্বন্দ্ব কারও অজানা নয়। সমস্যাটা শুরু হয়েছিল ইসলামপুরের ব্লক সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে।

প্রসঙ্গত, ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী তার নিজের ছেলে মেহতাব চৌধুরীকে ইসলামপুরের ব্লক সভাপতির দায়িত্ব দিয়ে দেন। এদিকে এই ঘটনার পরই জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল তার অনুগামী বলে পরিচিত জাকির হুসেনকে ব্লক সভাপতি করেন।

আর একই ব্লকের দুটি সভাপতি হওয়ায় স্থানীয় বিধায়ক ও জেলা সভাপতির দ্বন্দ্ব চরম আকার ধারণ করতে শুরু করে। আর এবার 2 ব্লক সভাপতি এই ব্লকের আওতাধীন বিভিন্ন অঞ্চলে নিজেদের মত করে অঞ্চল সভাপতি নিয়োগ করায় তৈরি হয়েছে বিভ্রান্তি। যার ফলে প্রতিটি অঞ্চলে দুইজন করে সভাপতি থাকায় দলের সাধারণ নেতাকর্মীরা কাকে মানবেন, তা নিয়ে তারা প্রবল দোটানায় পড়ে গিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই ইসলামপুর ব্লকে রামগঞ্জ 1, 2, আগডিমটিখন্তি, মাটিকুন্ডা 1, 2, ইসলামপুর, পন্ডিতপোতা 1 এবং 2, গুঞ্জরিয়া, গাইসাল 1 এবং 2, কমলাগাও, সুজালি গোবিন্দপুর অঞ্চল সহ মোট 13 টি অঞ্চল রয়েছে। যার মধ্যে 12 টি অঞ্চলেই দুটি করে অঞ্চল সভাপতি নির্বাচন করা হয়েছে। ফলে দলের বিভিন্ন কর্মসূচিতে সাধারণ নিচুতলার নেতাকর্মীরা কার সাথে থাকবেন, তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। অবিলম্বে এই সমস্যা দূর না হলে ইসলামপুরে তৃণমূল বিপাকে পড়বে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের।

এদিকে এই নিয়ে সমাধান তো দূর অস্ত, উল্টে একে অপরের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি। এদিন এই প্রসঙ্গে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধায়ক হিসেবে আমার ব্লক সভাপতি নির্বাচন করার কথা। আমি সেই কাজ করছি। কানাইয়া প্রাক্তন বিধায়ক। ওর পুরনো কমিটি।”

অন্যদিকে এই ব্যাপারে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “এনিয়ে আমি বহুবার বলেছি। আর বলতে ভালো লাগে না। দলের ব্লক সভাপতি গঠন করবেন জেলা সভাপতি। আমি সেই কাজ করেছি। বিধায়ক কোর কমিটি গঠন করতে পারেন। তাই এনিয়ে কে কি করল, তা আমি জানি না।”

বিশেষজ্ঞরা বলছেন, দুই নেতা যদি এখন তরজা না করে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতেন, তাহলে তৃণমূলেরই ভাল হত। কিন্তু যেভাবে দুজনেই গো ধরে ব্লক থেকে শুরু করে অঞ্চলে গোষ্ঠী কোন্দল জিইয়ে রাখছেন, তাতে এখানে তৃণমূলের প্রবল সমস্যা হতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!