এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সামান্য মেলা-উৎসব নিয়েও এখন আড়াআড়ি বিভক্ত তৃণমূল! অস্বস্তি ক্রমশ প্রকট শাসকদলে

সামান্য মেলা-উৎসব নিয়েও এখন আড়াআড়ি বিভক্ত তৃণমূল! অস্বস্তি ক্রমশ প্রকট শাসকদলে

 

ক্ষমতায় আসার পর থেকেই বাংলার মানুষকে উৎসবের মধ্য দিয়ে আনন্দ দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালে বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মনে আনন্দানের চেষ্টা করেছে মা-মাটি-মানুষের সরকার। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই উৎসব পালনে কোনোরূপ কার্পন্য করা না হলেও শাসকদলের গোষ্ঠী কোন্দল এবার সেই উৎসবে দ্বিধাবিভক্ত ভাবই সামনে চলে এল।

যা নিয়ে এখন টালমাটাল পরিস্থিতি আরামবাগ পৌরসভায়। বস্তুত, প্রতি বছর 26 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত আরামবাগ শহরের বয়েজ হাইস্কুল মাঠে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আরামবাগ উৎসবের আয়োজন করা হয়। এবছর সেই উৎসব 34 বছরে পা দেবে।

যেখানে পৌরসভার পক্ষ থেকে এই উৎসবকে সাফল্যমন্ডিত করতে মঙ্গলবার একটি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠকে তৃণমূলের অধিকাংশ কাউন্সিলরের অনুপস্থিতি তীব্র জল্পনা বাড়িয়ে দিল। জানা গেছে, এদিনের এই বৈঠকে অনুপস্থিত ছিলেন, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফতেমা বিবি, 9 নম্বর ওয়ার্ডের হিমাংশু মালিক, 2 নম্বর ওয়ার্ডের সমীর ভান্ডারী, 12 নম্বর ওয়ার্ডের কৃষ্ণ বারিক, পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী সহ অন্যান্যরা।

আর সিংহভাগ কাউন্সিলারের এই অনুপস্থিতি নিয়েই এখন তৈরি হয়েছে গুঞ্জন। একাংশের অভিযোগ, গত 2018 সালে এই আরামবাগ উৎসবের হিসেব নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল। আর চেয়ারম্যানের কাছে বারবার এই ব্যাপারে তথ্য চেয়েও, তা পাওয়া যায়নি। যার ফলেই কাউন্সিলরদের একাংশের মনে ক্ষোভ জমতে শুরু করেছিল। আর তাই এই বছরের উৎসবের জন্য প্রস্তুতিপর্ব বৈঠকে তাদের দেখা গেল না বলেই মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান বৈঠক করলেও, সেখানে দলের অধিকাংশ কাউন্সিলার এবং ভাইস চেয়ারম্যান না থাকায়, কিভাবে এত বড় উৎসব হবে! তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এদিন এই প্রসঙ্গে বৈঠকে অনুপস্থিত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর ভান্ডারী বলেন, “চেয়ারম্যানের কাছে আমরা মেলা সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য জানতে চেয়েছি। তিনি যতদিন পর্যন্ত এই সকল তথ্য আমাদের সামনে না আনবেন, ততদিন আমরা মেলা সংক্রান্ত বিষয়ে কোনো রকম সহযোগিতা করব না।”

কিন্তু কাউন্সিলরদের অসহযোগিতা পেরে তিনি কি করে এত বড় উৎসব পার করবেন! এদিন এই প্রসঙ্গে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান তৃণমূলের স্বপন নন্দী বলেন, “মূলত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পৌরসভার কাউন্সিলরদের একটি বৈঠক হয়। ওই বৈঠকে শেষে আরামবাগ উৎসবের শিল্পী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মেলার বিষয় নিয়ে কাউন্সিলরদের নিয়ে বৈঠক করা হয়েছিল। গত বছর মেলায় কোনোরকম অনিয়ম হয়নি। পৌরসভার অর্থ দপ্তরে মেলার সমস্ত হিসাব দেওয়া আছে।”

তবে স্বপনবাবু যে কথাই বলুন না কেন, যেভাবে আরামবাগ উৎসবের প্রস্তুতি বৈঠকে তৃণমূল কাউন্সিলরদের অনুপস্থিতি সামনে এল, তা নিঃসন্দেহে তৃণমূলের উৎসবেও দ্বিধা-বিভক্ত হওয়ার ঘটনাকে প্রকাশ্যে এনে দিল বলে মত বিশেষজ্ঞদের। এখন উৎসবে দ্বন্দ্বকে পিছনে ফেলে আরামবাগ পৌরসভার তৃণমূল কাউন্সিলররা একত্রিত হতে পারেন কিনা! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!