গোঁজ কাঁটা – তৃণমূলের দুই মহিলা প্রার্থীর উপর আক্রমনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই রাজ্য May 3, 2018 ঘাসফুলই আক্রমন করল ঘাসফুলকে। শুনতে অবাক লাগলেও এমনই নজির দেখা গেল এদিন চাঁপাডাঙ্গা ও বালিগোড়ি এলাকায়। ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে চাঁপাডাঙ্গা কান্ডে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে আর বাকি অভিযুক্তদের তল্লাশি এখনো জারি রয়েছে। অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক কার্যকারী সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় ওরফে লাল্টুর নেতৃত্বে এ হামলা হয়েছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে পুলিশ সূত্রে জানা গেছে, নিজেদের গোষ্ঠীর কেউ প্রার্থী হতে না পারায় ক্ষোভে দুই তৃণমূলনেতা হামলা করেছে তারকেশ্বর এর দুই মহিলা প্রার্থী ও এক প্রার্থীর প্রস্তাবকের বাড়িতে । চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের ১২৯ নম্বরের তৃণমূল প্রার্থী বন্দনা মাইতির বাড়িতে প্রথম হামলা ও মারধোর করা হয়। পরে যাওয়া হয় ১২৬ নম্বর আসনের প্রার্থী ছবিরাণী ঘোষের প্রস্তাবক তন্ময় পাত্রের বাড়ি। হামলা,মারধোর অকাতরে চলে। সেরাতেই বালিগোড়ি-২ পঞ্চায়েতের ২৩১ নম্বর আসনের তৃণমূল প্রার্থী সোমা পাত্রের বাড়িতেও তৃণমূল এক দল আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। চাঁপাডাঙ্গার তৃণমূল প্রার্থী বন্দনা অভিযোগে জানান,””লাল্টুর অনুগামীরা কেউ টিকিট পাননি। সেই রাগেই লাল্টুর নেতৃত্বে হামলা হয়। লাল্টু গোঁজ প্রার্থী দাঁড় করিয়েছেন। ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি।” তবে লাল্টু অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ”মিথ্যা অভিযোগ। ওই রাতে আমি ছিলামই না। বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলাম। পুলিশ মিথ্যা অভিযোগেই দলের কর্মীদের ধরেছে। যাঁরা গোঁজ প্রার্থী হয়েছেন, তাঁদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।” দলের ব্লক সভাপতি অবশ্য বলেন, ”হামলার বিরুদ্ধে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি। লাল্টু কিছু গোঁজ প্রার্থী দিয়েছেন বলে শুনছি। বিষয়টি দেখা হচ্ছে।” রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেছে আহত বন্দনাদেবীকে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। দলের ব্লক সভাপতি অশোক হাজরা তাঁর খোজ নিতে তাঁর বাড়িতে হাজির হন। আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/ আপনার মতামত জানান -