এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সামনে এল কোটি কোটি টাকার দুর্নীতি! চরম অস্বস্তিতে শাসকদল!

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সামনে এল কোটি কোটি টাকার দুর্নীতি! চরম অস্বস্তিতে শাসকদল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হওয়ার পিছনে প্রধান দুটি কারন ছিল। যার মধ্যে রয়েছে দুর্নীতি এবং গোষ্ঠীদ্বন্দ্ব। আর এবার এই দুই বিষয় চরম অস্বস্তিতে ফেলে দিল রাজ্যের শাসক দলকে। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে দুর্নীতি এবং গোষ্ঠী কোন্দল বন্ধ করবার জন্য কড়া বার্তা দেওয়া হলেও, অনেক জেলা তৃণমূলের নিচুতলার কর্মীরা যে এখনও তা থেকে সরে আসেনি, তা কার্যত স্পষ্ট হয়ে গেল।

এবার তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার কোটি টাকার প্রকল্প রূপায়ণ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। যেখানে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ তুলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে। আর এতেই তীব্র সোরগোল পড়ে গিয়েছে মালদহ জেলা রাজনীতিতে। আর আর কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে আসায় তাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধানের স্বামী তথা বিশিষ্ট তৃণমূল নেতা রাকেশ আলী বলেন, “পঞ্চায়েত কর্তৃপক্ষ কাজ না করেই কোটি কোটি টাকার বিল পাস করে দিয়েছে। সেটা কি করে সম্ভব! এতে জনমানসে দল সম্পর্কে খারাপ বার্তা যাচ্ছে। বিষয়টা নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি।” তবে তৃণমূলের এক গোষ্ঠীর নেতা পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ এই গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান তৃণমূলের নুর হক।

এদিন তিনি বলেন, “পঞ্চায়েতে কোনো দুর্নীতি হয়নি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে কালিমালিপ্ত করার জন্য দলের একাংশ ষড়যন্ত্র করছে। বিষয়টি আমরা দলীয় নেতৃত্বকে জানাব। যা নিয়ে বিতর্ক, সেই কাজ বর্তমানে চলছে। তাহলে দুর্নীতির প্রশ্ন কোথা থেকে আসছে!” আর তৃণমূলের দুই নেতার দুর্নীতি নিয়ে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসায় এবার ময়দানে নেমে পড়েছে বিরোধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মন্ডল বলেন, “দলের নেতাদের মধ্যে কোনো শৃঙ্খলা না থাকায় এই ধরনের অভিযোগ উঠছে। তবে যে কোনো অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে।” তবে বিরোধীরা ময়দানে নামার সাথে সাথেই, তৃণমূলের পক্ষ থেকে তাকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।

এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা বলেন, “দল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তবে পঞ্চায়েতে আদৌ কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখার বিষয় রয়েছে। দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই।” কিন্তু তৃণমূল নেতা যে কথাই বলুক না কেন, যেভাবে উপ্রধানের স্বামী বর্তমান পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে সরব হলেন, তাতে তৃণমূলের ভাবমূর্তি যেমন ধাক্কা খেল, ঠিক তেমনই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসল।

যা আগামী দিনে নির্বাচনের আগে তৃণমূলকে বড়সড় বিপাকে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন এই ব্যাপারে দলীয় স্তরে তৃণমূল নেতৃত্ব কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!