এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে বড়সড় পদক্ষেপ তৃণমূলের! জেলাস্তরে পদ যাচ্ছে বহু নেতার, তীব্র জল্পনা

গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে বড়সড় পদক্ষেপ তৃণমূলের! জেলাস্তরে পদ যাচ্ছে বহু নেতার, তীব্র জল্পনা

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এখন তাদের ঘর সাজাতে শুরু করেছে। সম্প্রতি দলের সাংগঠনিক বৈঠকে বিভিন্ন জেলায় সংগঠনে আমূল পরিবর্তন এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জেলার নতুন নেতৃত্বরা পদে বসেই জেলাকে নতুন করে সাজাতে শুরু করেছেন। একদিকে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব এবং অন্যদিকে দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এই দুইকে সামাল দিয়ে কিভাবে 2021 এ জয় আনা যাবে, তাই এখন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে।

স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে পাখির চোখ করে দুর্নীতিকে বন্ধ করে তৃণমূল এখন মানুষের সঙ্গে বেশি যোগাযোগ করতে উদ্যোগী হয়েছে। জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব এখন কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে জেলাস্তরে ব্লক এবং পঞ্চায়েত গোষ্ঠীদ্বন্দ্ব রোধ করতে চাইছে। যার অঙ্গ হিসেবে ব্লকের কার্যকরী সভাপতি পদ থেকে শুরু করে সম্পাদক, সহ-সম্পাদক নানা পদ কাটছাঁট করা হবে বলে খবর।

স্বাভাবিকভাবেই কার পদ থাকবে এবং কার পদ যাবে, তা নিয়ে জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। একাংশের মতে, ইতিমধ্যেই নিচুতলা থেকে কোন নেতার পারফরম্যান্স কেমন, কোথায় দলের গোষ্ঠী কোন্দল কোন পর্যায়ে রয়েছে, সেই রিপোর্ট পিকের টিমের মাধ্যমে শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে গেছে। আর তার ভিত্তিতেই বিভিন্ন ব্লকের সংগঠনে পরিবর্তন করতে চলেছে ঘাসফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা বারবার তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হচ্ছে, বুথস্তরের সংগঠন যদি শক্তিশালী না থাকে, তাহলে কোনোভাবেই 2021 এ ভালো ফল করা যাবে না। তাই সেদিকটি মাথায় রেখেই ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। তবে কর্মী-সমর্থকদের মধ্যে এই ব্যাপারে চাপা উত্তেজনা রয়েছে। কেননা 2021 এর বিধানসভা নির্বাচনের আগে পদ থেকে যদি কাউকে ছেঁটে ফেলা হয়, তাহলে তার গুরুত্ব যে দলে অনেকটাই কমে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

পাশাপাশি যারা দায়িত্ব পাবেন, তাদের ওপর নির্ভর করেই 2021 এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হবে তৃণমূল কংগ্রেস, তাতেও নিশ্চিত অনেকে। স্বাভাবিকভাবেই এই সমস্ত অঙ্কের উপর নির্ভর করে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের কোন ব্লকে কি পরিবর্তন হয়, তার দিকেই নজর রয়েছে কর্মী-সমর্থকদের।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, “দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত হবে। স্থানীয় স্তরে বহু পদ বিলোপ হবে। নেতা হিসেবে নয়, মানুষের সঙ্গে থেকে কর্মী হিসেবে কাজ করতে হবে। তবেই দল মজবুত হবে।” সব মিলিয়ে এবার বিধানসভা নির্বাচনের আগে জেলা নেতৃত্ব নতুন দায়িত্ব পাওয়ার পর সংগঠনের ক্ষেত্রে তারা কি কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!