এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভায় বাজিমাতে বড়সড় পরিকল্পনা তৃণমূলের, নীচুতলাকে ঢেলে সাজানো সহ একাধিক বড় পদক্ষেপ

বিধানসভায় বাজিমাতে বড়সড় পরিকল্পনা তৃণমূলের, নীচুতলাকে ঢেলে সাজানো সহ একাধিক বড় পদক্ষেপ

লোকসভায় বিজেপি তাদের কাছ থেকে এই আসনটি নিজেদের দখলে নিয়েছিল। যার ফলে চাপে পড়েছিল তৃণমূল। পরবর্তীতে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের দায়িত্ব পান মৃদুল গোস্বামী। আর দায়িত্ব পাওয়ার পর থেকেই সক্রিয়ভাবে কাজে মনোযোগী হয়ে পড়েন তিনি। একদম নিচুস্তরে কিভাবে সংগঠনকে চাঙ্গা করা যায়, তার জন্য চেষ্টা করতে থাকেন জেলা তৃণমূল সভাপতি।

আর এবার হেলায় আর সময় নষ্ট করতে চায় না আলিপুরদুয়ার জেলা তৃণমূল নেতৃত্ব। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই সংগঠনকে শক্তিশালী করার জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়ে রয়েছেন তারা। একদিকে বিধায়ক অনিল অধিকারীর মৃত্যুর কারণে ফালাকাটা বিধানসভার উপনির্বাচনের জন্য যেমন প্রস্তুতি নেওয়া, ঠিক তেমনই আগামী বিধানসভা নির্বাচনের জন্য ঘুটি সাজাতে শুরু করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।

জানা গেছে, দলের জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার পর মঙ্গলবার তৃণমূলের জেলা কোর কমিটির দ্বিতীয় বৈঠক করেন মৃদুল গোস্বামী। এদিনের বৈঠকে সকলে উপস্থিত থাকলেও, বিধানসভার অধিবেশন চলার কারণে উপস্থিত থাকতে পারেননি বিধায়ক সৌরভ চক্রবর্তী। যেখানে ফালাকাটা বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য জেলাস্তরের একজন নেতাকে সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি সেই বিধানসভা উপনির্বাচনে যাতে নিজেদের জয় নিশ্চিত করা যায়, তার জন্য বিজেপির বিরুদ্ধে এনআরসি ইস্যু সহ মূল্যবৃদ্ধির কথা মানুষের কাছে তুলে ধরার ব্যাপারে জানানো হয়েছে দলীয় নেতৃত্বকে। অন্যদিকে দলের বেশ কিছু নেতৃত্বেও এদিন পরিবর্তন আনার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয় এই জেলা কোর কমিটির বৈঠকে। বস্তুত, জেলা সভাপতির দায়িত্ব নেওয়ার পর মৃদুল গোস্বামী একমাত্র কুমারগ্রাম ব্লকেই সভাপতি বদল করেন।

তবে আগামী এক সপ্তাহের মধ্যে মাদারিহাট ব্লকের পদম লামাকে সরিয়ে নতুন ব্লক সভাপতি করা হবে বলে খবর পাওয়া গেল। কিন্তু নতুন ব্লক সভাপতি পদে কে বসবেন, সেই ব্যাপারে এখনও কোনো নাম শোনা যায়নি। অন্যদিকে ফালাকাটা ব্লক তৃণমূলের সভাপতি পদে জেলা পরিষদের সদস্য সন্তোষ বর্মন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালার নাম নিয়ে চর্চা চলছে। তবে কার ভাগ্যে শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে, তা এখনই বলা যাবে না।

কিন্তু নেতৃত্বের ব্যাপারে এখন থেকেই সচেতন হতে চাইছে জেলা তৃণমূল নেতৃত্ব। আর তাইতো বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে পাকাপোক্ত করে তুলতে চাইছেন জেলা তৃণমূলের সভাপতি। এদিন এই বৈঠকের পর জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “আগামী 7 দিনের মধ্যে মাদারিহাট এবং ফালাকাটা ব্লকের নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। একেবারে বুথস্তরের কাজকর্ম দেখভাল করতে দ্রুত পর্যায়ক্রমে প্রতিটি অঞ্চলে একটি করে মনিটরিং কমিটি আমরা গঠন করব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!