হাসপাতালে তৃণমূল কংগ্রেসের পুরসভার চেয়ারম্যান বিশেষ খবর রাজ্য December 23, 2017 গত মঙ্গলবার রাতে হঠাৎই জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের মোহন বসু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শাসকদলের স্থানীয় নেতৃত্ত্বের কাছ থেকে জানা যাচ্ছে, মোহন বাবুকে তড়িঘড়ি শহরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তাঁকে নার্সিংহোমে গিয়ে দেখে আসেন এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। আপনার মতামত জানান -