এখন পড়ছেন
হোম > রাজ্য > নির্দল প্রার্থীকে দলে টেনে এই জেলা পরিষদও বিরোধী শুন্য করলো তৃণমূল

নির্দল প্রার্থীকে দলে টেনে এই জেলা পরিষদও বিরোধী শুন্য করলো তৃণমূল

নির্দল প্রার্থীকে দলে টেনে কোচবিহার জেলা পরিষদও বিরোধী শুন্য করলো তৃণমূল।পঞ্চায়েত ভোটের তৃণমূলের স্লোগান ছিল বিরোধীশূন্য চাই। আর সেই মতো অনেক জায়গায় তৃণমূল জিতেছে বিরোধী শুন্য করে। এবার তাতে নাম লেখালো কোচবিহার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কোচবিহার জেলাপরিষদে রয়েছে ৩৩ টি আসন তার মধ্যে ৩১ টি আসনে জয়ী হয় তৃণমূল। আর একটি আসনে জয়ী হন নির্দল প্রার্থী কৃষ্ণকান্ত বর্মন। এদিন তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় -এর সাথে তিনি দেখা করেন। জানা গেছে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ তাঁকে সঙ্গে করে পার্থবাবুর বাড়িতে নিয়ে গেছেন। সেখানে কৃষ্ণকান্তবাবু তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন আর সেই আবেদন গ্রহণ করেছেন পার্থবাবু বলে জানা গেছে। প্রসঙ্গত,দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্দল হিসেবে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হয়েছেন। কুণাল ঘোষ-এর সাথে তাঁর আগে থেকেই পরিচয় ছিল। এদিকে তৃণমূলের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে যারা দলের বিরুদ্ধে গিয়ে নির্দল হিযাবে দাঁড়িয়েছেন তাঁদেরকে ফেরানো হবে না। কিন্তু এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলের লোক হওয়ায় কৃষ্ণকান্ত বর্মনের আবেদন গ্রহণ করা হয়েছে। কেন তিনি মনোনয়ন পাননি তা খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ফলে জল্পনা বেড়েছে রাজনৈতিকমহলে। বিরোধীরাও বিষয়টি নিয়ে সোচ্চার হচ্ছেন বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!