এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দায়িত্ব পেতেই ঝড় তুললেন নতুন তৃণমূল জেলা সভাপতি, গেরুয়া শিবিরকে চরম হুঁশিয়ারি

দায়িত্ব পেতেই ঝড় তুললেন নতুন তৃণমূল জেলা সভাপতি, গেরুয়া শিবিরকে চরম হুঁশিয়ারি


গত কোর কমিটির বৈঠকে দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি পদ থেকে একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কাননকে সরিয়ে সেখানে আনা হয়েছে রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে। আর দলীয় স্তরে এহেন দায়িত্ব পেয়েই এবার জেলার সংগঠনকে মজবুত করতে শুরু করলেন তিনি। দলনেত্রীর দেখানো পথেই বিজেপির বিরুদ্ধে অলআউট অ্যাটাকে অবতীর্ণ হতে দেখা গেল সেই দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার গোসাবার ছোটমোল্লাখালি বাজারে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শাসক দল তৃণমূলের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে 26 টি আসন পাবে বিজেপি।” রবিবার একই জায়গাতে সভা করে সেই দিলীপ ঘোষের বিরুদ্ধেই পাল্টা তোপ দাগলো তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, সাংসদ প্রতিমা মন্ডল, জয়ন্ত নস্কর, সমীর জানা, গিয়াসুদ্দিন মোল্লা, প্রনবেশ মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতারা। তবে আশ্চর্যজনকভাবে এদিনের এই সভায় উপস্থিত থাকতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন নেতাকে। তবে দলের তরফে জানানো হয়েছে, অন্য কাজে ব্যস্ত থাকার জন্যই তারা এই সভায় আসতে পারেননি। তুমি কেউ উপস্থিত হোক বা না হোক এদিনের সভায় বক্তব্য রেখে রীতিমতো চমক লাগিয়ে দিয়েছেন জেলা তৃণমূলের নতুন সভাপতি শুভাশিস চক্রবর্তী।

দিলীপ ঘোষের দাবির কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপির কোন দিশা নেই। লোকসভা ভোটের পর বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। বাংলায় একটি আসনও পাবে না ওরা।” পাশাপাশি কেন্দ্রে আগামী দিনে বিজেপিকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের প্রধানমন্ত্রী হবেন বলে আত্মবিশ্বাসী তৃণমূলের এই হেভিওয়েট নেতা। আর তাই এখন থেকেই বিজেপির বিরুদ্ধে পথে নামার আহ্বান জানিয়ে আগামী 31 অক্টোবর জেলার সমস্ত বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সংসদ সদস্যদের নিয়ে আমতলায় একটি সভার ডাক দেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

একা‌ংশের মতে, শনিবার যেই স্থানে দিলীপ ঘোষ সভা করল সেই একই জায়গায় রবিবার আদতে নিজেদের রাজনৈতিক শক্তি পরীক্ষার জন্যই পাল্টা সভা করল তৃণমূল। যদিও বা এই দাবি মানতে নারাজ তৃণমূল নেতা মদন মিত্র। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ীই এই সভা বলে দাবি তার। রাজনৈতিক মহলের মতে, সামনে লোকসভা ভোট। তাই একদিকে বিজেপিকে তুলোধুনা আর অপরদিকে বিদ্রোহী “শোভন শিবিরকে” এই সভার মাধ্যমেই কিছুটা শিক্ষা দিতে চাইলেন তৃণমূলের দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!