এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলে যোগদান করে আপ্লুত লিয়েন্ডার, জেনে নিন কি বললেন তিনি?

তৃণমূলে যোগদান করে আপ্লুত লিয়েন্ডার, জেনে নিন কি বললেন তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোয়া সফরে গিয়ে আজ একটি বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর নেতৃত্বেই তৃণমূলে যোগদান করলেন টেনিসের মহাতারকা লিয়েন্ডার পেজ। মুখ্যমন্ত্রী হাত থেকেই তুলে নিলেন তিনি তৃণমূলের পতাকা। তৃণমূলে যোগ দিয়ে আপ্লুত লিয়েন্ডার। তৃণমূলের উত্তরীয় গলায় পরে তিনি জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন সত্যিকারের চ্যাম্পিয়ন।

তৃণমূলে যোগ দেবার পর লিয়েন্ডার পেজ জানালেন, ১৪ বছর বয়সে ভারতের জন্য যখন তিনি টেনিস খেলতে গিয়েছিলেন, তখন কেন্দ্রে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব সময় থেকে উৎসাহ দিতেন তিনি মন্ত্রী হিসেবে। তিনি সব সময় পাশে থাকতেন। লিয়েন্ডার জানালেন, গত ৩০ বছর ধরে বিশ্বে দেশের নাম উজ্জ্বল করার চেষ্টা করেছেন তিনি টেনিসের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন লিয়েন্ডার পেজ। দেশের জন্য তিনি খেলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন খেলা থেকে অবসর নেবার পর তিনি চাইছেন এমন এক মহিলা, যিনি বিপুল সাহসের সঙ্গে এগিয়ে চলছেন তার পাশে দাঁড়াতে। তিনি চাইবেন রাজনীতির মাধ্যমে দেশের মানুষের সেবা করতে। দেশের যুবসমাজের হয়ে কাজ করার চেষ্টা করবেন তিনি। এই কারণেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন। তার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একজন সত্যিকারের চ্যাম্পিয়ন।

লিয়েন্ডার পেজ আরও জানালেন যে, ভারত বর্ষ হলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এই দেশের জাত-ধর্ম-বর্ণের ভিত্তিতে কোন বিভাজন তৈরী করা যায় না। এই বৃহত্তম গণতন্ত্রের একটা অংশ হতে তিনি চান। কাজ করতে চান তিনি। সেই কাজের জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে চান। এভাবে তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি করলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। অন্যদিকে আজ তৃণমূলে যোগদান করলেন অভিনেত্রী ও তথা সমাজকর্মী নাসিফা আলী। আরও বেশকিছু তারকা তৃণমূলে যোগদান করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!