এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের বড়সড় ভাঙ্গন তৃণমূলে সৌজন্যে বিজেপি, চিন্তার ভাজ শাসকশিবিরে

ফের বড়সড় ভাঙ্গন তৃণমূলে সৌজন্যে বিজেপি, চিন্তার ভাজ শাসকশিবিরে

লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের পক্রিয়া শুরু হলেও তেমন বেশি কিছু দেখা যায়নি। আগের দিন বিজেপিতে যোগ দিয়েই পরের দিন ফের তৃণমূলে ফিরে যেতে দেখা গেছে শাসকদলের কর্মীদের।যদিও এই নিয়ে বিজেপির দাবি ছিল যে তাদের ভয় দেখিয়ে নিয়ে গেছে তৃণমূল।যদিও সে অন্য প্রসঙ্গ, তবে তার জেরে কিছুটা হলেও ঘর ভাঙ্গায় বাঁধ দিতে পেরেছিলো শাসকদল।

কিন্তু লোকসভা ভোটে বিজেপি ২২ টি আসন পাবার পরেই জলের তোরের মতো ভাঙছে তৃণমূল। দলে হেভিওয়েট বিধায়ক, নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরাও নিজেদের গেরুয়া রেঞ্জ রাঙিয়ে তুলছেন। আর সেই ধারা অব্যাহত রেখে এদিন ভাতারের বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েতের 3 নম্বর সংসদের তৃণমূল সদস্য বাণেশ্বর দুলে গতকাল বিজেপিতে যোগদান করেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান উপলক্ষ্যে বড়বেলুন গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন ভাতার ব্লকের সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন, স্থানীয় বিজেপি নেতা রাজকুমার হাজরা সমেত স্থানীয় নেতা নেত্রীরা।

এদিন যোগদানকারী হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিজেপি নেতা বিভাস রেজ। এদিন বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতা। এদিন তিনি বলেন যে, তাঁকে কোনও উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয়নি দলের তরফ থেকে।তিনি দু’বার পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছেন তবুও দল তাঁকে গুরুত্ব দেয় নি। তাছাড়া তৃণমূলের দুর্নীতির কারণে আজ তিনি বীতশ্রদ্ধ আর সে কারণে বিজেপিতে যোগ দিয়েছেন।

অন্যদিকে এই যোগদান নিয়ে বিজেপি নেতার দাবি “বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েতের অনেক তৃণমূল সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন । তাঁদের যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা । শীঘ্রই বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েত বিজেপির দখলে চলে আসবে ।”

যদিও তৃণমূলের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ফলে ফের আর এক পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাতছাড়া হতে যাচ্ছে আর সে কারণেই অস্বস্তি বাড়ছে শাসকদলের বলে মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!