এখন পড়ছেন
হোম > রাজ্য > পাল্টা দিয়ে এবার তৃণমূলের ঘর ভাঙলো বিজেপি

পাল্টা দিয়ে এবার তৃণমূলের ঘর ভাঙলো বিজেপি

সামনেই পঞ্চায়েত ভোট। আর সব দলই চাইছে তাদের ঘর আরো বড় করতে আর তাই এবার তৃণমূল ও সিপিআইএমের ঘরে হানা দিলো বিজেপি। জানা গেছে বাঁকুড়ার হীড়বাঁধে ১৩৪ জন মহিলা তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যোগদানকারীদের হাতেদলীয় পতাকা তুলে দেন বিজেপির বাঁকুড়া জেলা মহিলা মোর্চার সভানেত্রী মণিকা দত্ত। এই যোগদান নিয়ে স্বভাবতই খুশি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র। তিনি এদিন জানান যে, ”এখন তো তৃণমূল দলটাতে কেউই থাকতে চাইছেন না। মহিলারা তো নয়ই। এই রাজ্যে মহিলাদের সম্মান বলে কিছু নেই। তৃণমূলে মহিলা সদস্য বা পদাধিকারী যাই বলুন একজনই থাকবেন।” এই যোগদানের ফলে পঞ্চায়েতের আগে দলের শক্তি বাড়লো বলেই মনে করছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!