এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শুভেন্দুর গড়ে তৃণমূলে বড়সড় ভাঙ্গন ধারালো বিজেপি

শুভেন্দুর গড়ে তৃণমূলে বড়সড় ভাঙ্গন ধারালো বিজেপি

পঞ্চায়েতের আগে দল বদলের খেলায় আবার নতুন নাম যোগ হলো। এদিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-১ ব্লকে তৃণমূল ও সিপিএইএম ছেড়ে প্রায় শতাধিক যোগ দিলেন বিজেপিতে। এদিন কের বন ও বনভূমি কর্মাধ্যক্ষ দেবাশিস ভুঁইয়্যা, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ ভবেশ সিং ও দলের মহিলা সমিতির সভানেত্রী কৌশল্যা সাহু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাঁদের সঙ্গে যোগ দেন প্রায় ৪০০ জন তৃণমূল কর্মী-সমর্থক।এছাড়া শালবনি ব্লকের ৬ নম্বর অঞ্চল কার্যকরী সভাপতিও যোগ দেন বিজেপিতে তাঁর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন আরও ৩০০জন কর্মী-সমর্থক৷

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সিপিআইএমের অনেকে এদিন বিজেপিতে যোগ দেন। তাদের মধ্যে সিপিআইএমের পঞ্চায়েত সদস্য মালতী মুর্মূ,সিপিএম শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক বিশ্বজিৎ গুইন ও সিপিএমের যুবনেতা দীপঙ্কর সিং ও তাঁদের সাথে ৪০০ জন আরো যোগদান করেন। যাদের মধ্যে প্রায় ২০০ জন মহিলা কর্মী রয়েছেন বলে জানা গেছে।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি শমিত কুমার দাস। এ দিন তিনি এই নিয়ে বলেন যে,‘‘অন্য দল থেকে বিজেপিতে অনেকেই যোগদানের ইচ্ছা প্রকাশ করছে৷ স্বচ্ছ ভাবমূর্তি না থাকলে তাদের বিজেপি নেবে না৷’’ সামনের পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর গড়ে এইভাবে হানা দিয়ে যে পরিমান নেতা নেত্রী কর্মী সামর্থকে ঘরে তুললো বিজেপি। তাতে তৃণমূলের কিছুটা হলেও শক্তি কমলো আর বিজেপির শক্তি বাড়লো বলে মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!