এখন পড়ছেন
হোম > রাজ্য > উলটপুরাণ,তৃণমূল ছেড়ে এবার কংগ্রেসে যোগ শতাধিকের

উলটপুরাণ,তৃণমূল ছেড়ে এবার কংগ্রেসে যোগ শতাধিকের

উলটপুরাণ,তৃণমূল ছেড়ে এবার কংগ্রেসে যোগ শতাধিকের। অধীরবাবুর ঘরে হানা দিয়ে যখন একের পর এক বিধায়ক ,কর্মী সমর্থককে নিজেদের ঘরে তুলছে শাসকদল তখন উল্টো ছবি ধরা পড়লো আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের ১২/১১০ নম্বর বুথের তৃণমূল নেতা অনির্বাণ ব্যানার্জির নেতৃত্বে প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস নেতা, কর্মী, সমর্থক যোগ দিলেন কংগ্রেসে। এদিন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বরঞ্জন সরকার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। কংগ্রেসে যোগ দিয়ে একরাশ
ক্ষোভ উগরে দিলেন অনির্বাণবাবু।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তাও জানালেন। তিনি জানান, “তৃণমূল কর্মীরা আমাকেও মারধর করেছে। এলাকার উন্নয়নে ওরা কোনও ভূমিকা নিচ্ছে না। তাই আমি কংগ্রেসে যোগ দিলাম। এখন থেকে কংগ্রেসের হয়ে কাজ করব।” স্বাভাবিকভাবেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ায় জেলা কংগ্রেস নেতৃত্ব বেজায় খুশি। তাঁদের মতে উন্নয়ন মুখেই হচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না। আর তাই মানুষকে বোকা বানিয়ে বেশিদিন রাখা যাবে না। আরো অসংখ্য নেতা, কর্মী, সমর্থক তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসবেন আগামীদিনে। এই যোগদান প্রসঙ্গে অবশ্য অন্য কথা বললেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মোহন শর্মা। তিনি বলেন যে তাঁর কাছে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছে এমন কোন খবর নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন তিনি। তাছাড়া দলীয় কর্মীদের কী ক্ষোভ আছে তাও খাটিয়ে দেখাহবে বলে জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!