এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বিজেপিতে যোগ, তৃণমূলের ঘর ভাঙলেন বিজেপির হেভিওয়েট নেতা

ফের বিজেপিতে যোগ, তৃণমূলের ঘর ভাঙলেন বিজেপির হেভিওয়েট নেতা


দলবদলের ঝড় অব‍্যাহত পশ্চিমবঙ্গে। লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল ভেঙে একের পর নেতা কর্মী বিজেপিতে যোগদান করে চলেছেন । শনিবার বর্ধমানের কার্জনগেট চত্বরে বহু অনুগামীসহ বিজেপি তে যোগদান করেন গুসকরা পুরসভার বিদায়ী তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল গড়াই।

গতকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন উপলক্ষ‍্যে রাজ‍্য বিজেপির তরফ থেকে সদস‍্য সংগ্রহ অভিযানের কর্মসূচী নেওয়া হয়েছিল। কার্জন গেটের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, বিজেপি নেতা রীতেশ তেওয়ারি সহ বর্ধমান জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী প্রমুখরা। এখানেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ২০০০ জন সদস‍্য বিজেপিতে যোগ দেন। চঞ্চল গড়াই ছাড়াও এঁদের মধ‍্যে উল্লেখযোগ্য হলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ‍্যাপিকা সঙ্গীতা সান‍্যাল।

প্রাক্তন তৃণমূল নেতা চঞ্চল গড়াইয়ের বিজেপিতে যোগদান নিয়ে অবশ্য কিছু বিতর্কের সৃষ্টি হয়। কিছুদিন আগে গুসকরাতে বিজেপির একটি পক্ষ থেকে চঞ্চলবাবুর বিজেপিতে আসা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। কিন্তু শেষ পর্যন্ত শনিবার তিনি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন।

বিজেপিতে যোগ দেওয়ার পর চঞ্চল গড়াই জানিয়েছেন, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করলেও যোগ্য সম্মান না পাওয়ার কারণেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।এই প্রসঙ্গে সাংসদ আলুওয়ালিয়া জানিয়েছেন, যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা নিজেদের কর্মদক্ষতার ওপর দলের কাছে সম্মান পাবেন।
প্রসঙ্গত,কিছুদিন আগে চঞ্চলবাবুর মেয়ে দেবযানী গড়াই বিজেপিতে যোগ দিয়েছেন এবং ইতিমধ্যেই তিনি বিজেপির মহিলা মোর্চার জেলা নেত্রীর পদও পেয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু বর্ধমান নয়, গোটা রাজ‍্য জুড়েই গতকাল বিজেপির এই সদস‍্য সংগ্রহ অভিযানের কর্মসূচী নেওয়া হয়েছিল। পানিহাটির উসুমপুর বটতলা এলাকায় শনিবার কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান প্রক্রিয়া চলে। কিভাবে একটি মোবাইল নম্বরে মিসড কল দিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়া যায়, এদিন তা দলীয় সমর্থকদের কাছে ব্যাখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়ক। তাঁদের উপস্থিতিতে কোলাঘাট, হলদিয়া, তমলুক, নন্দকুমার থেকে শতাধিক তৃণমূল-সিপিএম কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। এই অনুষ্ঠানে মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ অভিযোগ করেন, ‘পুলিশকে সামনে রেখে শিখণ্ডীর মতো এই তৃণমূল সরকার চলছে। একদিন পুলিশকে তুলে দিল এই সরকার পড়ে যাবে।’

বর্ধমানের কার্জন গেটের সভা থেকে জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী এদিনের এইদিন জানিয়েছেন, বর্ধমান জেলার প্রতিটি বুথেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করা হয়েছে। তিনি জানিয়েছেন, বিজেপির এই সদস্যপদ গ্রহণ অভিযান চলবে আগামী ১১ আগষ্ট পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!