এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের সাথে জোট না চেয়ে হাইকম্যান্ডকে রাজি করতে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য কংগ্রেস

তৃণমূলের সাথে জোট না চেয়ে হাইকম্যান্ডকে রাজি করতে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য কংগ্রেস


তৃণমূলের সাথে জোট না চেয়ে হাইকম্যান্ডকে রাজি করতে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য কংগ্রেস। এতদিন তৃণমূলের সাথে জোট না করতে চেয়ে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে অনেকবার বোঝাতে গিয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতারা।

শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেডে যাতে কংগ্রেসের পক্ষ থেকে যোগদান না করা হয় তার জন্য বার বার হাইকমান্ডের কাছে আবেদন করেছেন রাজ্য নেতৃত্ব। কিন্তু তাতেও কাজ হয়নি। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ব্রিগেডে না এলেও কংগ্রেসের প্রতিনিধি হয়ে এসেছেন মল্লিকার্জুন খাগড়ে। কোনোভাবেই আটকানো যায়নি। ব্রিগেডে এসে খাড়গে মন্তব্য করেন, দিল মিলে না মিলে হাত মিলনা চাহিয়ে। তিনি বুঝিয়ে দেন বিজেপি বিরোধিতাই তাঁদের এই মঞ্চে এনেছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এর পরে সোমেন মিত্র ও প্রদীপ ভট্টাচার্যকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে খাগড়ে জানিয়ে দেন যে জোটের ব্যাপারে প্রদেশ নেতাদের মতকে সমান গুরুত্ব দেওয়া হবে। আর এতেই কিছুটা হলেও ভরসা পেয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতারা।

আর তাই একটুকুও দেরি না করে প্রদেশ কংগ্রেস নেতারা নড়েচড়ে বসেছেন। তাদের মতে তৃণমূলের সঙ্গে জোট নৈব নৈব চ। আর এর পরেই তাঁরা জোট আটকাতে মাঠে নেমে পড়েছেন। আর তার জন্য সরাসরি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি লিখে প্রদেশ কংগ্রেস নেতারা জানাতে চান, তৃণমূলের সঙ্গে আমরা জোট চাই না।আর ইটা যে শুধুমাত্র তাঁরাই নন জোট চাননা বাংলার কংগ্রেসকর্মী-সমর্থকরাও তাও বুঝিয়ে দিতে চান তাঁরা।

তাই তাঁদের মনের কথাই চিঠি আকারে তুলে ধরে তৃণমূলের সঙ্গে জোটে চান না একথার সমর্থনে চিঠিতে সবার স্বাক্ষর নিয়ে সেই চিঠি হাইকমান্ডের কাছে পাঠাতে চান তাঁরা। এর জন্য অনিচ্ছুক নেতা নেত্রীদের সাথে বৈঠকে বসছেন ও আলোচনা করে তাদের সভার মত নিয়ে সেই চিঠিও লেখা হবে বলে জানা গেছে। এখন দেখার কি সিদ্ধান্ত নেন রাহুল- সোনিয়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!