এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা-অভিষেকের চিন্তা বাড়িয়ে এবার কাটমানি নিয়ে উত্তাল ডায়মন্ড হারবার, জেনে নিন

মমতা-অভিষেকের চিন্তা বাড়িয়ে এবার কাটমানি নিয়ে উত্তাল ডায়মন্ড হারবার, জেনে নিন

কাটমানি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানই হয়ত বিপাকে ফেলেছে তার দলকে। যত দিন যাচ্ছে ততই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ থেকে বিরোধী দলের নেতাদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শাসকদলের শাখা সংগঠনের নেতাদের বিরুদ্ধেও এবার সেই কাটমানি নেওয়ার অভিযোগ আসতে শুরু করেছে।

বস্তুত, গত 18 ই জুন নজরুল মঞ্চে দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে কেউ কাটমানি খেলে তা তাকে ফেরত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই দিকে দিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। যার থেকে বাদ যাননি রাজ্যের এক হেভিওয়েট তৃণমূল সাংসদও।

আর এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ডহারবারের গুরুদাসনগর মোড়ে সেই তৃণমূল যুবর অনুগতদের বিরুদ্ধে তোলাবাজি নিয়ে অভিযোগ ওঠায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, মঙ্গলবার এই গুরুদাসনগর থানার বাইরে দাঁড়িয়ে কয়েকশো মহিলা এবং পুরুষ তোলাবাজির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। যেখানে তারা অভিযোগ করেন, তৃণমূলের এক হেভিওয়েট যুবনেতার ঘনিষ্ঠ বলে বেশ কিছু জন এলাকায় মানুষকে ভয় দেখিয়ে তোলা তুলছে। এমনকি এর প্রতিবাদ করলে সাধারন মানুষের বাড়ি ভাঙচুর এবং কখনও বা পুলিশের ভয় দেখিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে এই ঘটনায় মঙ্গলবারই রাজ্জাক শেখ নামে একজনকে থানায় ধরে নিয়ে আসা হলে কেন এই নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করা হল, তা নিয়ে সরব হতে দেখা যায় স্থানীয়দের। যার জেরে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের নিচুতলা থেকে উপরতলা প্রতিটি নেতাই কাটমানি খাওয়ায় অভিযুক্ত। আর তাইতো এবার তাদের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে তৃণমূল যুবর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠল। আর এর থেকেই প্রমাণিত, তৃণমূল দলটা  দুর্নীতিগ্রস্ত। তাদের দাবি এবার দেখা যাক নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ব্যাবস্থা নেন এর বিরুদ্ধে।

অন্যদিকে গোটা ঘটনাটিকে বিরোধীদের চক্রান্ত বলেই জানিয়েছে শাসক দল। তবে যার পক্ষ থেকে যে দাবিই করা হোক না কেন, যেভাবে দিকে দিকে কাটমানি নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে এবং খাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকেও যেভাবে যুব তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল, তাতে তৃণমূল যে বড়সড় বেকায়দায় পড়তে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত প্রত্যেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!