এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গায়ে তৃনমূল যুবর সিলমোহর থাকলেই তোলাবাজি নয়! হেভিওয়েট তৃনমূল বিধায়কের মন্তব্যে তীব্র জল্পনা

গায়ে তৃনমূল যুবর সিলমোহর থাকলেই তোলাবাজি নয়! হেভিওয়েট তৃনমূল বিধায়কের মন্তব্যে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার দলেরই যুব সংগঠনের বিরুদ্ধে সরব হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বস্তুত, তৃণমূল বনাম তৃণমূল যুবর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। মাঝেমধ্যেই এই দ্বন্দ্ব অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় ঘাসফুল শিবিরের কাছে। আর এবার সেই ব্যাপারে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সূত্রের খবর, রবিবার দিনহাটায় জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূল যুবর বিরুদ্ধে বক্তব্য রাখেন এই হেভিওয়েট তৃণমূল বিধায়ক।

এদিন তিনি বলেন, “স্বচ্ছতা বজায় রেখে রাজনীতি করতে হবে। আমরা যারা বুড়ো হয়েছি, নিশ্চয়ই তারা যুবদের পাশে থাকব, তারা ডাকলে তাদের তাদের কর্মসূচিতেও যাব। কিন্তু মূল দলে কলকে না পেয়ে, সুবিধা করতে না পেরে কেউ যদি শিং ভেঙে বাছুরের দলে যোগ দিয়ে বাছুর খেদানোর চেষ্টা করে, তাকে কিন্তু আমরা এই যুবদের দলে ঘেষতে হবে না।” আর এরপরই যুব সংগঠনের বিরুদ্ধে চাকরি দেওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন উদয়ন গুহ।

এদিন তিনি বলেন, “যুব মানে চাকরির জন্য টাকা তোলা, ঘর দেওয়ার কথা বলে টাকা তোলা নয়। যে দাগ লেগেছে, তা সরিয়ে ফেলার দায়িত্ব যুবদেরকেই নিতে হবে। আমি তো নাবালক। এখানে কাঠাল খেয়ে যায় চালাকরা, আর আঠাটা লাগে আশেপাশে থাকা বোকাদের মুখে। তাই আপনাদের সামনে রেখে ছবি দেখিয়ে কাঁঠাল খাওয়ার চেষ্টা যারা করছে, আঠাটা এবার তাদের মুখে কালি সহ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।” আর উদয়ন গুহর এই মন্তব্যে এবার তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে খোদ জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বসে রয়েছেন, সেই এক মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে যুব সংগঠনের কার্যকলাপ সম্পর্কে যেভাবে বক্তব্য পেশ করলেন তৃণমূলের এই হেভিওয়েট বিধায়ক, তাতে তার এই বিস্ফোরক মন্তব্য নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তাহলে কি কোচবিহার জেলা রাজনীতিতে যুব সংগঠনের সাথে তার কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে? আর তাই যুব সংগঠনের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করতে দেখা গেল তাকে!

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কিছুদিন আগে উদায়ন বাবুর একটি মন্তব্য নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল কোচবিহার জেলা রাজনীতিতে। তিনি আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন না বলেও মনে করেছিল একাংশ। আর এই পরিস্থিতিতে দিনহাটার তৃণমূল বিধায়কের আরও একটি মন্তব্য নতুন করে অস্বস্তিতে ফেলে দিল জেলা তৃণমূল নেতৃত্বকে। একের পর এক তৃণমূল বিধায়কের এই ধরনের মন্তব্য দলত্যাগের কারণ কি না, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। তবে স্বচ্ছতার উপর ভিত্তি করে রাজনীতি করা উচিত বলে এদিনের বক্তব্যে বারবার জোর দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। তবে যে কথায় তিনি বলুন না কেন, যুব সংগঠন সম্পর্কে তার মন্তব্য যে কোচবিহার জেলা রাজনীতিতে তৃণমূলের নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করল, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!