এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে হুমকি দেওয়া একের পর এক পোস্টার উদ্ধার পুরুলিয়াতে, বাড়ছে তীব্র চাঞ্চল্য

তৃণমূলকে হুমকি দেওয়া একের পর এক পোস্টার উদ্ধার পুরুলিয়াতে, বাড়ছে তীব্র চাঞ্চল্য

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার মাওবাদী পোস্টার পাওয়া গিয়েছিল পুরুলিয়াতে। যেখানে কখনো সরকারের বিরোধিতা ছিল, কখনো ভোট বয়কটের আহ্বান করা হয়েছিল। আজ সকালে আবার পোস্টার পাওয়া গেল পুরুলিয়াতে। পুরুলিয়ার বেড়াদা অঞ্চলে প্রচুর পোস্টার পাওয়া গেছে। সাদা কাগজের উপর লাল কালিতে লেখা হয়েছে পোস্টারগুলো। পোস্টারগুলির নিচে সিপিআই(মাওবাদী) কথাটি লেখা রয়েছে। এইসব পোস্টার মাওবাদীরাই দিয়েছে, নাকি অন্য কেউ তাদের নামে এই পোস্টারগুলো দিয়েছে? তার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাদা কাগজের উপর লাল কালি দিয়ে লেখা এই পোস্টারগুলিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। একটি পোস্টারে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়েছে। আবার একটি পোস্টারে লেখা হয়েছে, তৃণমূল নেতাদের অবিলম্বে দল ছেড়ে দিতে হবে। না হলে জনগণের আদালতে কঠোর শাস্তি পেতে হবে। আবার কোন পোস্টারে লেখা আছে যে, খেলা হবে খেলা হবে। এবার তারা খেলবেন। গ্রাম পঞ্চায়েত থেকে রাজ্যসভা পর্যন্ত তৃণমূলের পতাকা যে ধরবে তার দুটো হাত কেটে বাদ দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোন কোন পোস্টারে আবার মাওবাদী নেতা কিষানজীর মৃত্যুর প্রতিশোধ চাওয়া হয়েছে। আবার একটি পোস্টারে লেখা আছে যে, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত সরকারি কর্মচারী দুর্নীতি করে চলেছেন, তাদের সময় শেষ হয়ে এসেছে, বল হরি হরি বল। রাস্তাঘাট, বাড়ির দেওয়াল, হোটেলের সামনেও এই ধরনের পোস্টার পাওয়া গেছে। সমস্ত পোস্টারের নিচে সিপিআই (মাওবাদী) কথাটি লেখা আছে।

আজ সকলে বেড়াদা গ্রাম পঞ্চায়েতের কুকুচারি মোড়, তুমরাসোল গ্রাম পঞ্চায়েতের কেক্রো ড্যাম, নিশ্চিন্ত পূর,পড়শা গ্রাম, বরাবাজার গ্রাম পঞ্চায়েতের জল ট্যাংকি মোড়, রজদহ অঞ্চলে এই পোস্টার গুলি দেখতে পাওয়া গেছে। মাওবাদীরাই এটা করেছে? নাকি তাদের নামে অন্য কেউ দিয়ে গেছে এইসব পোস্টার? তার তদন্তে নেমেছে পুলিশ। এ প্রসঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান জানালেন, কারা এই পোস্টারগুলি দিয়েছে? সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!