এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে রাজীব, মীরজাফর, গদ্দার বিশ্লেষণে ছাড়তে বাধ্য হলেন ডোমজুড়

তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে রাজীব, মীরজাফর, গদ্দার বিশ্লেষণে ছাড়তে বাধ্য হলেন ডোমজুড়


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময়ের খাসতালুক বলে পরিচিত, যে ডোমজুড় থেকে দুবার বিধায়ক হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, হয়েছিলেন রাজ্যের মন্ত্রী। এবার সেই ডোমজুড়েই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে গদ্দার, মীরজাফর, বেইমান শ্লোগান দেয়া হলো, দেখানো হলো কালো পতাকা। শেষ পর্যন্ত এলাকা ছাড়তে বাধ্য হলেন অপ্রস্তুত রাজীব।

ডোমজুড়ের জনৈক তৃণমূল নেতা সুধীর ঘোষের মৃত্যু ঘটেছে।  তার বাড়িতে এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বাড়ি পৌঁছানোর আগেই সলপ মোড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দেন একাধিক তৃণমূল কর্মী। তারপর তাকে ঘিরে চলে বিক্ষোভ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক শ্লোগান দেয়া হয়, গদ্দার, মীরজাফর, বেইমান আখ্যা দেয়া হয়, দেখানো হয় কালোপতাকা। বিক্ষোভ এতটাই বাড়তে থাকে যে, শেষ পর্যন্ত এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন অপ্রস্তুত রাজীব বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার নিন্দা করেছেন প্রয়াত ও তৃণমূল নেতা সুধীর ঘোষ এর ভাইপো গোপাল ঘোষ।

এই ঘটনার জন্য ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যান ঘোষকে অভিযুক্ত করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এমন বিক্ষোভ দেখানোর পেছনে কল্যান ঘোষ এর মদত রয়েছে। তবে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কল্যান ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ডোমজুড়ের মানুষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বেইমানি করেছেন। তাই তাকে ঘিরে সাধারণ মানুষই বিক্ষোভ দেখিয়েছেন। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ সুর বদল করে বিজেপিতে যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে একেরপর এক বিষেদাগার করেছিলেন। কিন্তু নির্বাচনে পরাজিত হতেই দলের সঙ্গে সম্পর্ক প্রায় ছেড়ে দিয়ে তৃণমূলে ফেরার চেষ্টায় ছিলেন তিনি। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত তিনি তৃণমূলে প্রত্যাবর্তন করেন। ত্রিপুরার দায়িত্বে তাকে পাঠানো হয়। ত্রিপুরার ভোট মিটে যাবার পর রাজ্যে প্রত্যাবর্তন করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!